Cyclone Amphan Live Updates: ২-৩ দিনের মধ্যে কলকাতা আরও সচল হবে, বললেন ফিরহাদ

রাজ্য সরকারের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-১৯৯৫বিদ্যুত্‍ দফতরের হেল্পলাইন নম্বর ৭৪৪৯৩০০৮৪০, ৯৪৩৩৫৬৪১৮৪

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 May 2020 04:50 PM

প্রেক্ষাপট

Cyclone Amphan Live Updates: কলকাতা: প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আমপান দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৮৭০ কিলোমিটার দূরে রয়েছে...More

উমপুনের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা। ৪ দিন পরও, শহরের বহু এলাকায় নেই বিদ্যুৎ, চরমে পানীয় জল। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ, পথ অবরোধ স্থানীয়দের। পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্য। কটাক্ষ বিরোধীদের।