মুম্বই: ঘূর্ণিঝড়ের দাপটে ক্রমশ বদলে যাচ্ছে মুম্বইয়ের আবহাওয়া। আরব সাগরের উপরের ক্রমশ শক্তিসঞ্চয় করছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তার প্রভাবে একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাচ্ছে মুম্বইয়ে। তার জন্য়ই ধাক্কা দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে। আবহাওয়ার গতিপ্রকৃতির কারণেই ধাক্কা লাগল মুম্বইয়ের আকাশে বিমান চলাচলে। 


ক্রমশ শক্তিসঞ্চয় করে এখন 'extremely severe cyclonic storm'- এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তার জেরে বিমান চলাচলে ধাক্কা লেগেছে। যার ফলে মুম্বই বিমানবন্দরে প্রবল যাত্রীভোগান্তির ছবি সামনে এসেছে। গতকার সন্ধে থেকে একের পর এক বিমান বাতিল হয়েছে। অনেক বিমানকেই মুম্বই বিমানবন্দরে নামতে না দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়ার কারণে মুম্বই বিমানবন্দরে একটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়ায় বেশ কিছু বিমান যেমন বাতিল করা হয়েছে। তেমনই বেশ কিছু বিমানে প্রবল দেরি করানো হয়েছে। পরিস্থিতির কারণে এমন পদক্ষেপে যাত্রীদের ভোগান্তি হওয়ার ট্য়ুইট করে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।


একের পর এক বিমান বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরে হুলুস্থুল পড়েছে, কখন বিমান ছাড়বে জানা যাচ্চিল না। ভোগান্তির কথা জানিয়ে ট্যুইট করেছিলেন ইন্ডিগো বিমানের এক যাত্রী। সেই ট্যুইটে উত্তর দিতে গিয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে তৈরি হওয়া আবহাওয়াকেই দায়ী করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।


 



উপকূল মহারাষ্ট্রের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  IMD জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, তারসঙ্গেই ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। রত্নগিরি, রায়গড়, থানে, পালঘর এবং কোলাপুরে এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার গুজরাত ও পাকিস্তান উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর এবং দ্বারকা জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গুজরাত, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 


পাকিস্তানেও সিন্ধ ও বালোচিস্তান এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ১৩ জুন রাত থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে সেদেশের আবহাওয়া দফতর। 


আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?