নয়াদিল্লি: শক্তি বাড়িতে পূর্ব-মধ্য আরব সাগরে আরও প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তওতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবারেই এটি গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে। শনিবার সন্ধেতে আরব সাগরের পূর্ব-মধ্যভাগের উপর অবস্থান করছিল এটি। তবে আর ১২ ঘণ্টার মধ্যেই অর্থাৎ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় তার শক্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সকালেই গোয়া উপকূলে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে গোয়াতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কর্ণাটকের ৬টি জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় তওতে। প্রবল বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। মৃত্যু হয়েছে ৪ জনের। ৭৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত। কেরলেও শুরু হয়েছে ভারী বৃষ্টি। লন্ডভন্ড হয়ে গিয়েছে কর্ণাটক ও গোয়ার উপকূলবর্তী এলাকা।
উদ্ধারকার্যের জন্য ইতিমধ্যেই কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত এবং গোয়াসহ মোটা ৬ রাজ্যে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের এমন অদ্ভুতুরে নাম নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে। কে রাখল এমন নাম? নামের মানেই বা কী?
নিয়ম অনুযায়ী, সাধারণত যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার অববাহিকার দেশগুলিই সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। সেই নামের তালিকা পাঠানো হয় ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (WMO/ESCAP) সংগঠনটির কাছে। সেই মতো বঙ্গোপসাগর এবং আরব সাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করে। বর্তমানে সংগঠনটির সদস্য-বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা-সহ ১৩টি দেশ। যেমন ভারতের তরফে নামের তালিকা পাঠায় আইএমডি বা মৌসম ভবন।
তওতে নামটি মায়ানমারের দেওয়া। মায়ানমার শব্দ ‘গেকো’ থেকেই এসেছে তওতে নামটি। যার মানে উচ্চস্বর যুক্ত টিকটিকি জাতীয় প্রাণী নামে পরিচিত। তাহলে কি ঘূর্ণঝড়ের নামকরণে কোনও নির্ণায়ক রয়েছে? এ ক্ষেত্রে নামকরণের সময়ে মনে রাখা হয় যেন নামটি সহজ, গ্রহণযোগ্য এবং স্থানীদের বোধগম্য হয়।
উল্লেখ্য, স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণঝড় তওতে। গতকালই বিপর্যয় মোকাবিলা নিয়ে আলোচনায় একটি বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তওতের প্রভাবে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে কেরল। অতিভারী বর্ষণে ভেঙেছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের নয় জেলাতেও। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। SS