নিউ দিল্লি : ইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিভিন্ন জেলায়। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল তিনি প্রথমে ওড়িশার ভুবনেশ্বরে যাবেন। সেখানে একটচি রিভিউ মিটিং করবেন। এরপর তিনি ওড়িশার বালাসোর ও ভদ্রক এবং পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। পশ্চিমবঙ্গেও একটি রিভিউ মিটিং করবেন প্রধানমন্ত্রী।
নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরের দক্ষিণ দিকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল, বুধবার সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ডফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে এই প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়। এরমধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা লন্ডভন্ড করে দেয় ইয়াস।
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সবথেকে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। বিভিন্ন নদীতে জলস্তর বাড়ায় ভেঙে গিয়েছে নদীবাঁধ। নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল।
প্রকৃতির রুদ্র রূপে তছনছ উদয়পুর, দিঘার সমুদ্র সৈকত। উত্তর ২৪ পরগনাতেও চরম অসহায়তা। সন্দেশখালি, ধামাখালির বিভিন্ন গ্রামে আটকে পড়েছেন বহু মানুষ। বাঁধ ভেঙে জলমগ্ন গ্রামের পর গ্রাম। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ। কেউ সন্তান-স্ত্রীকে নিয়ে বেরিয়ে আসছেন বাড়ি থেকে। কেউ বৃদ্ধা মাকে পিঠে চাপিয়ে জল পেরিয়ে আসছেন নিরাপদ স্থানে। জল থৈ থৈ কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে এই ছবি। কাকদ্বীপ থেকে নামখানা, সাগর থেকে ফ্রেজারগঞ্জ, দুর্যোগে অসহায় অসংখ্য পরিবার। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পূর্ব মেদিনীপুরের কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দর। ইয়াসের তাণ্ডবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ডুবে যায় একটি ট্রলার। বেশ কয়েকটি ট্রলার ক্ষতিগ্রস্ত। মৎস্য বন্দরের ভিতর পেট্রোল পাম্প, বরফকল, হিমঘর জলমগ্ন। জুনপুট কোস্টাল থানাতেও জল ঢোকে।
একই অবস্থা ওড়িশাতেও। বালেশ্বরের উপকূলবর্তী গ্রামগুলির চাষের জমিতে ঢুকেছে জল। বড়-ছোট, একাধিক গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। পশ্চিমবঙ্গ ঘেঁষা বালেশ্বরের পরেই ভদ্রক জেলার ধামড়াতেও ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। বেশ কয়েকটি গ্রাম জলের তলায় চলে গিয়েছে বলে খবর। ঝড়ে কারও বাড়ির চাল উড়ে গিয়েছে, তো কারও ভিটেমাটি ভেসে গিয়েছে জলে। বালেশ্বর জেলার বাহানাগা ও রেমুনা ব্লক ও ভদ্রক জেলার ধামড়ার ও বাসুদেবপুরের বিভিন্ন গ্রামে ঢুকেছে সমুদ্রের নোনা জল।
এই অবস্থায় আগামীকাল বিভিন্ন দুর্গত এলাকার পরস্থিতি আকাশপথে ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।