Dear Bangalakshmi Torsha Lottery Results


সাপ্তাহিক লটারির অন্যতম ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা লটারির ফর আজ বিকেল ৪টেয় প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বিভাগ। যাঁরা ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা লটারির টিকিট কেটেছেন, তাঁরা ফল জানতে পারবেন lotterysambadresult.in-এ।


এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছে ৯৮জি০৬০২৫-নম্বরের টিকিট। দ্বিতীয় পুরস্কার ৯,০০০ টাকা। পেয়েছে টিকিট নম্বর ০০৬৭৭, ২১২৭৩, ৩০৮০৪, ৩২০৮৬, ৫১৬২৪, ৬৯৩২১, ৮১৭৪৬, ৮৫৬৩৭, ৯২২৪৪ ও ৯৭৬০৬। তৃতীয় পুরস্কার ৫০০ টাকা। এই পুরস্কার উঠেছে টিকিট নম্বর ১০৪৪, ১২২৩, ৩৭৮৭, ৪৩৭৫, ৫০০৭, ৫৫৮৩, ৮৪৮৩, ৯০৬৭, ৯৩০৩, ৯৫৮৩। চতুর্থ পুরস্কার ২৫০ টাকা। এই পুরস্কার উঠেছে টিকিট নম্বর ১০৬৫, ১৫৩০, ২০২৪, ২৩৮৮, ৫৪৬৯, ৫৪৭৯, ৬৫২৭, ৭৩১৪, ৭৯৫১ ও ৯৮৮৩।



পঞ্চম পুরস্কার ১২০ টাকার। এই পুরস্কার উঠেছে অনেকগুলি টিকিটের নম্বরে। দেখে নিন সেই নম্বরগুলি।




Dear Bangalakshmi Torsha Lottery: দেখে নিন, কীভাবে জানবেন ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা লটারির ফল



  1. গুগল লটারি সংবাদে যান অথবা টাইপ করুন ইউআরএল lotterysambadresult.in

  2. হোমপেজে বিকেল ৪টে অপশনে ক্লিক করুন

  3. পর্দায় ফল দেখা যাবে

  4. দেখুন আপনার টিকিট নাম্বারে পুরস্কার উঠেছে কিনা


ফলপ্রকাশের ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ দাবি করতে হবে। যাঁদের টিকিটের নাম্বার উঠবে, তাঁদের পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে জমা দিতে হবে তাঁদের টিকিট ও পরিচয়পত্র।


পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বিভাগ প্রতিদিন একটি না একটি সাপ্তাহিক লটারি ড্র করে। অন্য ৬টি সাপ্তাহিক লটারি হল ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা, ডিয়ার বঙ্গলক্ষ্মী রায়ডাক, ডিয়ার বঙ্গভূমি ভাগীরথী, ডিয়ার বঙ্গভূমি অজয়, ডিয়ার বঙ্গশ্রী দামোদর ও ডিয়ার বঙ্গশ্রী ইছামতী।


ভাগ্য পরীক্ষা করতে চাইলে পশ্চিমবঙ্গ লটারির টিকিট কাটুন। একটি টিকিটের দাম ৬ টাকা, পশ্চিমবঙ্গের যে কোনও লটারির দোকনে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ লটারির যাবতীয় ফল প্রকাশিত হয় প্রতিদিন বিকেল ৪টেয়।


Follow this page for all latest updates and lottery results: Dear Bangalakshmi Torsha Lottery