নয়াদিল্লি: শুক্রবার স্থানীয় সময় ৮ টা ৫৫ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১৮ জনের প্রাণ গেল পূর্ব তুরস্কে। সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা ৬.৮ রিকটার স্কেল ৷ ভূমিকম্পের তীব্রতা ছিল এতটাই যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েন বহু মানুষ।
ভূমিকম্পের কেন্দ্র ছিল এলাজিগ প্রদেশের সিভরিস শহর। যদিও কম্পন অনুভূত হয় সিরিয়া, লেবানন, ইরানেও। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে এর আগেও। ১৯৯৯-এ পশ্চিম তুরস্কের ইজমিতে প্রবল ভূকম্পনে প্রাণ যায় ১৭ হাজার মানুষের!
সূত্রের খবর, মূল ভূকম্পনের পর ৬০টি আফটার শক হয়েছে। জানা গেছে, উদ্ধার কাজে নেমেছে ৪০০টি উদ্ধারকারী দল। গৃহহারাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তাঁবু ও বিছানার। আফটার শকের আশঙ্কা করেই এখনই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে ফিরতে নিষেধ ককরা হয়েছে বাসিন্দাদের।
এখনও ধ্বংসাবশের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
সরকারের তরফে সাধারণ মানুষকে ধৈর্য রাখতে বলা হয়েছে ৷