Deep Sidhu Death: কৃষক আন্দোলন থেকে সংবাদের শিরোনামে উঠে আসে তাঁর নাম। মঙ্গলবার সোনিপতের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর। জানা গিয়েছে, দিল্লি থেকে এদিন সন্ধ্যায় পঞ্জাবের দিকে রওনা হয়েছিলেন এই অভিনেতা। পথে মানেসরের কাছে কেএমপিএল জাতীয় সড়কে পিপোলি টোল প্লাজার কাছে একটি ট্রাকে ধাক্কা মারে সিধুর গাড়ি। ইতিমধ্যেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হরিয়ানা পুলিশ।


দেশের সাম্প্রতিক কৃষক আন্দোলনে অন্যতম মুখ ছিলেন এই অভিনেতা। ২৬ জানুয়ারি লাল কেল্লায় হিংসাত্মক কৃষক আন্দোলনের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একবার নয়, দুবার তাঁকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান সিধু। 



পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে পঞ্জাবি চলচ্চিত্র 'রামতা যোগী' দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। যেখানে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি প্রযোজনা করেছিল  অভিনেতা ধর্মেন্দ্রর প্রোডাকশন হাউস বিজয়তা ফিল্মস। 'রামতা যোগী' ছাড়াও 'সাডে আলে' ও 'দেশি' সিনেমায় অভিনয় করেছিলেন সিধু। ১৯৮৪ সালে পাঞ্জাবের মুক্তসার জেলায় জন্মগ্রহণ করেন সিধু। পঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে  অনুরাগীর সংখ্যা কম ছিল না সিধুর।


তবে, অভিনয় তার ক্যারিয়ারের প্রথম বিকল্প ছিল না। কিংফিশার মডেল হান্ট পুরস্কার জেতার পর চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। এর আগে সিধু আইন পাশ করে অল্প সময়ের জন্য প্র্যাকটিস করেছিলেন।একজন আইনজীবী হিসাবে, সিধু সাহারা ইন্ডিয়া পরিবারের সাথে আইনি উপদেষ্টা ও ব্রিটিশ আইন সংস্থা হ্যামন্ডসে পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন। তিনি বালাজি টেলিফিল্মস-এর আইনি দলেরও একজন সদস্য ছিলেন। একতা কাপুর তাকে অভিনয়ে যেতে বলেছিলেন।


২০১৮ সালের সিনেমা "জোরা দাস নম্বরিয়া" -র মাধ্যমে পঞ্জাবের ঘরে-ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। সিনেমাতে সিধু একজন তরুণ গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন।তবে বলিউড তারকা সানি দেওল ২০১৯  সালের লোকসভা নির্বাচনে গুরুদাসপুরে বিজেপির টিকিট পাওয়ার পর রাজনীতিতে সিধুর আগ্রহ বেড়ে যায়। কারণ ওই সময় সানির অত্যন্ত ঘনিষ্ট ছিলেন সিধু।


কোভিডকালে লকডাউন চলাকালীন, সিধু রাজনীতি থেকে অর্থনীতি  বিভিন্ন বিষয়ে ভিডিও পোস্ট করা শুরু করেন। তার ভিডিও ফেসবুকে অনেক ট্র্যাকশন পেয়েছে।  পরে বিতর্যকিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের পাসে দাঁড়ান এই অভিনেতা। বিভিন্ন প্রতিবাদ সভায় দেখা যায় তাঁকে। গত বছর পঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 'ওয়ারিস পাঞ্জাব দে' নামে তার নিজস্ব রাজনৈতিক দলও চালু করেছিলেন দীপ সিধু।