কিন্তু সোস্যাল মিডিয়ায় বহু মানুষ বিজ্ঞাপনটির সমর্থনেও সরব হন। যেমন স্বরা ভাস্কর, সোনি রাজদান। স্বরা তানিস্কের বিজ্ঞাপনটি সরানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেন, মেরুদণ্ডহীনতা, দৃঢ়তার অভাব। দুঃখজনক। অসংখ্য মহিলা ও পুরুষ সোস্যাল মিডিয়ায় প্রতিদিন হুমকি পান। তারা মেরুদণ্ড সোজা করে রুখে দাঁড়ান। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, এত বড় একটা কর্পোরেট সংস্থা মাত্র কয়েকটি দিনের ট্রোলিংয়ের মোকাবিলার সাহস সঞ্চয় করতে পারল না!
সোনি রাজদান লেখেন, ডিয়ার @TanishqJewelry.. আপনাদের উপদেষ্টাদের বদল করুন। কয়েকটা মাত্র ট্রোলে একটা দেশের কিছু হয় না। সম্মান জানাই ভারতকে।
তবে তানিস্ক তাদের বিবৃতিতে আরও বলেছে, বর্তমান চ্যালেঞ্জের কালে বিভিন্ন স্তর, সম্প্রদায়, স্থানীয় মানুষজন, পরিবারের এক ছাতার তলায় আসা, একসূত্রে বাঁধা পড়ার মধুর অনুভূতিকে তুলে ধরা, উদযাপন করাই ছিল একাত্মম ক্যাম্পেনের প্রধান লক্ষ্য। এই ফিল্ম তার মূল উদ্দেশ্য পূরণ হওয়ার পরিবর্তে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা এই অনাকাঙ্খিত ঘটনায় গভীর বেদনাহত।