মুম্বই: সোস্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের জেরে তানিস্ক বিতর্কিত জুয়েলারির বিজ্ঞাপন তুলে নিয়ে বিবৃতি দিল, অনলাইনে ভিনধর্মী বেবি শাওয়ার দেখানো ওই বিজ্ঞাপন সম্প্রচারে অবাঞ্ছিত আবেগ উস্কে ওঠায় তারা গভীর ভাবে ব্যথিত। যারা এতে আহত বোধ করেছেন, তাদের এবং ‘আমাদের কর্মী, পার্টনার ও স্টোরের কর্মীদের মঙ্গলের কথা মাথায় রেখেই বিজ্ঞাপনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল নামী ব্র্যান্ডটি। বিজ্ঞাপনে মুসলিম পরিবারে সন্তানসম্ভবা হিন্দু পুত্রবধূর সাধ অনুষ্ঠান দেখানো হয়েছে। বিজ্ঞাপনটিকে ‘লাভ জেহাদ’, ‘ভুয়ো ধর্মনিরপেক্ষতা’ তকমা দিয়ে আক্রমণ করা হয়। #BoycottTanishq হ্যাশট্যাগ দিয়ে জোর প্রচার চলে। যার জেরে ইউটিউব চ্যানেল থেকে সেটি সরিয়ে নেয় তানিস্ক।
কিন্তু সোস্যাল মিডিয়ায় বহু মানুষ বিজ্ঞাপনটির সমর্থনেও সরব হন। যেমন স্বরা ভাস্কর, সোনি রাজদান। স্বরা তানিস্কের বিজ্ঞাপনটি সরানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেন, মেরুদণ্ডহীনতা, দৃঢ়তার অভাব। দুঃখজনক। অসংখ্য মহিলা ও পুরুষ সোস্যাল মিডিয়ায় প্রতিদিন হুমকি পান। তারা মেরুদণ্ড সোজা করে রুখে দাঁড়ান। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, এত বড় একটা কর্পোরেট সংস্থা মাত্র কয়েকটি দিনের ট্রোলিংয়ের মোকাবিলার সাহস সঞ্চয় করতে পারল না!


সোনি রাজদান লেখেন, ডিয়ার @TanishqJewelry.. আপনাদের উপদেষ্টাদের বদল করুন। কয়েকটা মাত্র ট্রোলে একটা দেশের কিছু হয় না। সম্মান জানাই ভারতকে।


তবে তানিস্ক তাদের বিবৃতিতে আরও বলেছে, বর্তমান চ্যালেঞ্জের কালে বিভিন্ন স্তর, সম্প্রদায়, স্থানীয় মানুষজন, পরিবারের এক ছাতার তলায় আসা, একসূত্রে বাঁধা পড়ার মধুর অনুভূতিকে তুলে ধরা, উদযাপন করাই ছিল একাত্মম ক্যাম্পেনের প্রধান লক্ষ্য। এই ফিল্ম তার মূল উদ্দেশ্য পূরণ হওয়ার পরিবর্তে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা এই অনাকাঙ্খিত ঘটনায় গভীর বেদনাহত।