নয়াদিল্লি : পাকিস্তানকে চরম সতর্কবার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। Sir খাত এলাকার কাছে সামরিক পরিকাঠামো তৈরি করছে পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, কোনও দুঃসাহসিক কাজ করতে গেলে এমন জবাব দেওয়া হবে যে "ইতিহাস-ভূগোল দুই-ই বদলে যাবে।" শস্ত্রপুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি অভিযোগ করেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে Sir ক্রিক এলাকায় দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধকে উস্কাচ্ছে।

Continues below advertisement

প্রতিরক্ষামন্ত্রী বলেন, "স্বাধীনতার ৭৮ বছর পরেও, Sir ক্রিক এলাকায় সীমান্ত নিয়ে বিরোধ চলছে। ভারত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যের মধ্যে ত্রুটি রয়েছে। ওদের অভিপ্রায় স্পষ্ট নয়। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী Sir Creek সংলগ্ন এলাকায় যেভাবে সামরিক পরিকাঠামো সম্প্রসারণ করেছে, তাতে তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে।"

গুজরাট উপকূলরেখা বরাবর কৌশলগত এবং সংবেদনশীল এই এলাকা সংলগ্ন অংশে পাকিস্তানি সামরিক পরিকাঠামোর সাম্প্রতিক সম্প্রসারণ প্রতিরক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের বিশেষ কারণ। কচ্ছের রনের ৯৬ কিলোমিটার দীর্ঘ জলাভূমি স্যার ক্রিক অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। 

Continues below advertisement

প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ যৌথভাবে এবং সজাগভাবে ভারতের সীমান্ত রক্ষা করছে। Sir ক্রিক এলাকায় পাকিস্তানের পক্ষ থেকে যদি কোনও দুঃসাহসিক প্রচেষ্টা করা হয়, তাহলে তাদের এমন চূড়ান্ত জবাব দেওয়া হবে যা ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে দেবে। পাকিস্তানের মনে রাখা উচিত — করাচি যাওয়ার একটি পথ খাতের মধ্য দিয়ে যায়।"

এদিকে কোনও আগ্রাসী পদক্ষেপ না নিয়েই একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ ফিরে পাবে ভারত। দিনকয়েক আগে এমনই আত্মবিশ্বাস ধরা পড়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের গলায়। কারণ, সেখানকার মানুষই বর্তমান প্রশাসন থেকে স্বাধীনতার দাবি করছেন। মরোক্কোয় অবস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "PoK নিজে থেকেই আমাদের হয়ে যাবে। PoK-তে দাবি উঠতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনেছেন।"

৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন বলে জানান রাজনাথ সিং। তিনি বলেন, "৫ বছর আগে কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম। তখন আমি বলেছিলাম, আমাদের PoK-তে আক্রমণ চালানোর বা দখল করার কোনও দরকার নেই। এটা আমাদেরই। PoK নিজে থেকেই বলবে, আমি ভারত। সেই দিন আসবে।"