নয়াদিল্লি :  হেমন্ত সোরেনের পর এবার অরবিন্দ কেজরিওয়াল । আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার করা হয়। ইডি-র সদর দফতরের লক আপে রাত কাটালেন কেজরিওয়াল। রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেই খবর সূত্রের।


কেজরিওয়ালের বাড়ির চারপাশে নিরাপত্তা আরও কড়া করেছে দিল্লি পুলিশ । দ্বি-স্তরের নিরাপত্তা বলয়ের ব্যবস্থা রাখা হয়েছে। শুধু বাহিনীর নজরদারি নয়,  মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের উপর নজর রাখছে ড্রোনও।  


বৃহস্পতিবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক গ্রেফতারির পর বিধায়ক রাখি বিড়লা সহ প্রায় বেশ কয়েকজন আম আদমি পার্টি কর্মী, সমর্থককে আটক করা হয়। সিভিল লাইনে কেজরিওয়ালের বাড়ির বাইরে তাঁরা  বিক্ষোভ প্রদর্শন করছিলেন। সঙ্গে স্লোগানও তোলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়। 


কেজরিওয়ালের বাড়ির চারপাশে নিরাপত্তা আরও কড়া করেছে দিল্লি পুলিশ । দ্বি-স্তরের নিরাপত্তা বলয়ের ব্যবস্থা রাখা হয়েছে। শুধু বাহিনীর নজরদারি নয়,  মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের উপর নজর রাখছে ড্রোনও। ইডি সূত্রে খবর, শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এদিনই পিএমএলএ আদালতে পেশ করা হবে তাঁকে। এরই মধ্যে রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আপ। শুক্রবারই সর্বোচ্চ আদালতে কেজরি-মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 


বৃহস্পতিবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক গ্রেফতারির পর বিধায়ক রাখি বিড়লা সহ প্রায় বেশ কয়েকজন আম আদমি পার্টি কর্মী, সমর্থককে আটক করা হয়। সিভিল লাইনে কেজরিওয়ালের বাড়ির বাইরে তাঁরা  বিক্ষোভ প্রদর্শন করছিলেন। সঙ্গে স্লোগানও তোলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়। 


শুক্রবার দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবে  AAP কর্মী সমর্থকরা।  তাই আকবর রোড এবং এপিজে আব্দুল কালাম রোডে ইডি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কেজরিওয়ালকে আদালতে তোলার সম্ভাবনা রয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছন,  'যদি বিক্ষোভ ছড়িয়ে পড়ে, ইডি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের সামনে হাজির করতে পারে কেজরিওয়ালকে'।  শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।    


 


আরও পড়ুন : 


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ