(Source: ECI | ABP NEWS)
Rekha Gupta : 'ঘর-বাইরে সামলান তুখোড় হাতে, কঠোর পরিশ্রম করাই অভ্যাস' আবেগে ভাসলেন রেখা গুপ্তার শাশুড়ি
আবেগ ধরে রাখতে না পেরে বললেন, ঘরে - বাইরে সবকিছু তুখোড় ভাবে সামলান পুত্রবধূ। নিজের পরিবারের মতো করেই দিল্লির মানুষকেও দেখবেন।

নয়াদিল্লি : এবারই প্রথবার বিধানসভা ভোটে জিতলেন রেখা গুপ্ত। আর প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী ! দিল্লির বিধানসভা ভোটে, শালিমারবাগ কেন্দ্র থেকে, রেখা গুপ্তকে প্রার্থী করেছিল বিজেপি। আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীকে ২৯ হাজার ৫৯৫ ভোটে হারান তিনি। প্রথমবার বিধানসভা ভোটে জিতেই মুখ্য়মন্ত্রিত্বের শিকে ছিঁড়ল তাঁর ভাগ্যে! আর প্রথমবার ভোটে জিতেই পুত্রবধূকে মুখ্যমন্ত্রীর পদে দেখে আপ্লুত ৯০ বছরের শাশুড়ি-মা ! আবেগ ধরে রাখতে না পেরে বললেন, ঘরে - বাইরে সবকিছু তুখোড় ভাবে সামলান পুত্রবধূ। নিজের পরিবারের মতো করেই দিল্লির মানুষকেও দেখবেন।
বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত, আম আদমি পার্টির অতিশী মারলেনার পর এবার রেখা গুপ্তা। চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে দিল্লি। শালিমার বাগ থেকে জেতা রেখা নিজে হাতে সামলেছেন শালিমার বাগকে বললেন গর্বিত শাশুড়ি । শাশুড়ি মীরা গুপ্তা বললেন, রেখা ঘর এবং সমাজের উভয়ের প্রতিই খুব যত্নশীল। রেখা দুই বছর ধরে পুরো শালিমারবাগের যত্ন নিয়েছেন। ওঁর কঠোর পরিশ্রম করার অভ্যাস করেছেন। উনি সবকিছুই সামলে নেবেন। পরিবারের প্রত্যেকে খুব খুশি।
রেখা নিজেও অভিভূত। ভাবেননি এভাবে প্রথমবার জিতেই মুখ্যমন্ত্রী হতে পারবেন। তিনি নারীশক্তিকে উৎসাহিত করে বলেন, তিনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে তার অর্থ হল সব মহিলার জন্য সব পথ খোলা। এরপর বিরোধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রতিটি টাকার হিসাব দিতে হবে ! এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্বটা অনেক বড়। আস্থা রাখার জন্য তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি নেতৃত্বকে । কথা দেন, দায়িত্ব পালন করবেন যথাযথভাবে। "আমি কখনও ভাবিনি যে আমি দিল্লির মুখ্যমন্ত্রী হব"
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে অভিনন্দন জানিয়েছেন পূর্বসূরি অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, "আশা করি, দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন। দিল্লির মানুষের ভালর জন্য় প্রত্য়েকটি কাজে সহযোগিতা করব"
#WATCH | After BJP's Rekha Gupta takes oath as the CM of Delhi, her mother-in-law Meera Gupta says, "She used to take care of both her house as well as society. She took care of the entire Shalimar for two years. She is habitual of working hard...She will handle it all. We are… pic.twitter.com/iFwMajo5jE
— ANI (@ANI) February 20, 2025























