নয়াদিল্লি: টানা তিন দিন বৃষ্টিতে (downpour) জলমগ্ন (waterlogging) দিল্লি (delhi) ও রাজধানী সংলগ্ন এলাকা (NCR)। একদিকে জলভাসি এলাকা, অন্য দিকে তীব্র যানজট (traffic congestion)। সোশ্যাল মিডিয়ায় (social media) ভোগান্তির সেই সব ছবি ও ভিডিও শেয়ার করেছেন নেটিজেনরা যা দেখে অনেকেই চিন্তায়। 


কী পরিস্থিতি?
দিল্লিতে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ চব্বিশ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গোটা সেপ্টেম্বরের পরিসংখ্যানের নিরিখে অর্ধেক। একদিনের এই বর্ষণে ঘাটতি মিটিয়ে দিল্লির  বৃষ্টির ঘড়া এখন উপচে পড়ছে। এতেই শেষ নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শহর জুড়ে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সেই মর্মে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। 'পশ্চিমী ঝঞ্ঝা' এবং একটি নিম্নচাপের জোড়া ফলাতেই এই তুমুল বর্ষণ, বলছে আবহাওয়া দফতর। আর তার জেরে দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকার পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। শুক্রবার নয়ডার স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ থাকে। অন্য দিকে, গুরুগ্রামের বেসরকারি দফতর এবং কর্পোরেট অফিসগুলির জন্য নির্দেশিকা জারি করে বলা হয় তারা যেন তাদের কর্মীদের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম'-র ব্যবস্থা করে। যানজট এড়াতেই ওই নির্দেশ, জানানো হয় নির্দেশিকায়। কিন্তু তার পরও যানজট আটকানো যায়নি। বিশেষত দিল্লি-জয়পুর-মুম্বই হাইওয়ে-তে যান চলাচল ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত হয়। যাঁদের কোনও না কোনও কারণে বেরোতে হয়েছেই, তাঁরা ভোগান্তির সেই ছবি ও ভিডিও ট্যুইটারে শেয়ারও করেন।


এর পর কী?
সংবাদংস্থা পিটিআইয়ের দাবি, বর্ষা বিদায় নেওয়ার আগে আরও একপ্রস্ত বৃষ্টির দাপট দেখবে দিল্লি। সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ কয়েকটি দিনে জলভাসি হওয়ার সম্ভাবনা থাকছে রাজধানী ও সংলগ্ন এলাকার। বিষয়টি নিয়ে দিনভর গুচ্ছ গুচ্ছ ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিমও শেয়ার করেন কেউ কেউ। আপাতত যাত্রীদের সুবিধার জন্য কিছু জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে ট্যুইটারে ঘোষণা করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ। যে সব জায়গায় জল জমেছে, খানাখন্দ রয়েছে বা বৃষ্টিতে গাছ পড়েছে তার নাম দিয়ে দিল্লি ট্র্যাফিক পুলিশের তরফে বাসিন্দাদের যাতায়াত করতে মানা করা হয়েছে। 
কিন্তু ভোগান্তি কমবে কবে? আপাতত স্পষ্ট নয়। তবে হলুদ সতর্কতা জারি করে দিল্লিবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। 


 


আরও পড়ুন:১১০ বছরের ইতিহাসে এই প্রথম, দার্জিলিং চা বিক্রি বন্ধ করল গ্লেনারিজ