নয়াদিল্লি: খাস রাজধানীতে সাংসদের হার ছিনতাই !  দিল্লির চাণক্যপুরীতে তামিলনাড়ুর সাংসদের সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানিয়ে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ আর সুধা।মেইলাদুথুরাইয়ের কংগ্রেস সাংসদ আর সুধার হার ছিনতাইয়ের অভিযোগ। চাণক্যপুরীতে পোল্যান্ড দূতাবাসের কাছে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে । সাংসদ আর সুধা জানিয়েছেন, 'হেলমেট পরে বাইকে আসে এক দুষ্কৃতী।' এদিকে, টহলদারি পুলিশে জানানো হলেও সাহায্য পাননি, দাবি সাংসদের। খাস রাজধানীতেই মহিলাদের নিরাপত্তা নেই, এনিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন কংগ্রেস সাংসদ আর সুধা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে, অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন ওই সাংসদ। 

আরও পড়ুন, অবশেষে খোঁজ মিলল মুম্বইয়ে গিয়ে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিকের, 'বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছিল..'!

খাস রাজধানীতে কংগ্রেস সাংসদের হার ছিনতাই ! আর সুধাকে নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ প্রিয়ঙ্কা গান্ধীর

দেশের রাজধানীতে সাংসদের হার ছিনতাই-এর অভিযোগ। এবার, প্রাতঃভ্রমণে বেরিয়ে, সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ তুললেন লোকসভার কংগ্রেস সাংসদ আর সুধা। সোমবার, দিল্লিতে পোল্যান্ড দূতাবাসের কাছে ঘটে এই ঘটনা। দুষকৃতীদের গ্রেফতারের দাবিতে, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লেখেন তামিলনাড়ুর এই সাংসদ।  আর সুধাকে নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানাতে যান কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। লোকসভার সাংসদ আর সুধা জানিয়েছেন, এই বিষয়ে অতি শীঘ্রই, সমাধানের আশ্বাস দিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার। ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

 

দেশের রাজধানীতে, তাও আবার একজন সাংসদের সঙ্গে এমন ঘটনার উদাহরণ খুব কম প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত,  পশ্চিমবঙ্গেও অতীতে ভুরিভুরি গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। অপরদিকে, শিলিগুড়ির মাটিগাড়া থানার সামনে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়েই অভিযোগ প্রকাশ্যে এসেছিল। সোনা-রুপো মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছিল বলে ব্যবসায়ীর দাবি। ছোট ঘটনার তত্ত্ব খাড়া করে, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেসময় দাবি তুলেছিলেন, নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় আমাদের বাংলার পুলিশ করে।'যদিও তৃণমূলকে সেসময়  কটাক্ষ করেছিল বিজেপি।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)