Delhi Blast: দিল্লি বিস্ফোরণের জের, নয়ডাজুড়ে জোর তল্লাশি; নিরাপত্তা বাড়ল মল, শপিং সেন্টার, মেট্রো স্টেশন ও বাস স্ট্যান্ডে
Noida News: নয়ডার ডিসিপি যমুনা প্রসাদ বলেন, "সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চেক করছি। এর পাশাপাশি হঠাৎ হঠাৎ গাড়ি বেছেও তল্লাশি চালানো হচ্ছে।"

দিল্লি : দিল্লি বিস্ফোরণের ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই আবহে শহরজুড়ে আজ কড়া তল্লাশি অভিযান চালাল নয়ডা পুলিশ। মল, শপিং সেন্টার, মেট্রো স্টেশন ও বাস স্ট্যান্ড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নয়ডার ডিসিপি যমুনা প্রসাদ বলেন, "সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চেক করছি। এর পাশাপাশি হঠাৎ হঠাৎ গাড়ি বেছেও তল্লাশি চালানো হচ্ছে।"
রক্তাক্ত রাজধানী। দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২। আহত ২৬। বেশিরভাগ মৃতদেহই ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার নেপথ্যে থাকা সব জঙ্গিদের খুঁজে বার করতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। বিস্ফোরণে যোগ থাকতে পারে এই সন্দেহে একাধিক সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ। এমনই জানাচ্ছেন আধিকারিকরা।
ঘটনার তদন্তভার এনআইএ-কে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিড ডোভাল এব্যাপারে গাইড করবেন। ঘটনার পিছনে বৃহত্তর কোনও ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা হবে। আন্তঃরাজ্য জঙ্গি নেটওয়ার্কের হদিশ পাওয়ার প্রচেষ্টায় এমনিতেই বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। খবর অনুযায়ী, অপারেশন সিঁদুরের পর থেকে বিভিন্ন গোয়েন্দা তথ্যে উঠে আসছে, ভারতজুড়ে জঙ্গি হামলার পরিকল্পনা করছে বিভিন্ন জঙ্গি সংগঠন। এই আবহে নিরাপত্তা বাড়ছে বিভিন্ন জায়গায়। একইভাবে, কলকাতাতেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন OC, AC, DC-দের নিয়ে লালবাজারে ভার্চুয়াল বৈঠক করেছেন পুলিশ কমিশনার। প্রয়োজনে হঠাৎ হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফে।
সূত্রের খবর, ভারত ও দঃ আফ্রিকা টিমের জন্য বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যেন বাংলাদেশ, নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারে। এজন্য গোয়েন্দাদের কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। কাশ্মীর-আফগানিস্তান থেকে আসাদের বিষয়ে তথ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী জঙ্গি মডিউল তৈরিতে ব্যবহার করতে পারে কলকাতাকে। এব্যাপারে খবর রাখছে STF, CP-র সঙ্গে বৈঠকে জানান ACP STF ভি সলমন নিশাকুমার। এমনই খবর সূত্রের।
এদিকে আবার ফরিদাবাদে ফের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ৫০ থেকে ৬০ কেজি বিস্ফোরক পাওয়া গেছে বলে খবর। ফরিদাবাদের সেক্টর ৫৬ থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক। যা করল হরিয়ানা ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজনকে।






















