নয়াদিল্লি: ছুটির দিনে স্কুলের ভিতর তীব্র বিস্ফোরণ। কেঁপে উঠল রাজধানী দিল্লি। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের একটি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। তবে বিস্ফোরণের নেপথ্যে নাশকতার তত্ত্ব আসছে। আধা সামরিক বাহিনী CRPF-এর স্কুলের কাছে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন গোয়েন্দারা। কী থেকে বিস্ফোরণ ঘটল, তা জানার চেষ্টা চলছে। (Delhi School Blast)
রবিবার সকালে দিল্লির রোহিণীতে অবস্থিত CRPF-এর স্কুলের কাছ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে বিস্ফোরণস্থল থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমে বলেন, "বাড়িতে ছিলাম। হঠাৎ তীব্র শব্দ কানে এল। দেখলাম ধোঁয়ার কুণ্ডলী উঠছে। মোবাইলে ভিডিও তুললাম। আর কিছু জানি না। পুলিশ, অ্যাম্বুল্যান্স পৌঁছেছে ঘটনাস্থলে।" (Delhi Blast)
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, এলাকার পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির কাচ ভেঙে গিয়েছে। দোকানের সামনে ঝোলানো সাইনবোর্ড খুলে পড়ে গিয়েছে। সঙ্গে তীব্র গন্ধেও ঢেকে যায় এলাকা। খবর পেয়ে বম্ব স্কোয়াড এবং দমকল এসে পৌঁছয় বিস্ফোরণস্থলে। এলাকায় তল্লাশি চলছে।
রবিবার সকাল ৭টা বেজে ৪৭ মিনিটে প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। পুলিশের শীর্ষ আধিকারিক অমিত গোয়েল জানান, বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। এখনও পর্যন্ত বিস্ফোরণের কার্যকারণ জানা যায়নি। এর পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল, জাতীয় তদন্তকারী সংস্থা NIA, দিল্লি পুলিশের বিশেষ বিভাগ এবং ফরেন্সিক টিম। তবে এর নেপথ্যে নাশকতার তত্ত্ব উঠে আসছে।
জাতীয় নিরাপত্তা বিভাগকেও (National Security Guard) বিষয়টি জানানো হয়েছে। সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে পারেন। দিল্লির সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণস্থলে সাদা পাওডারের মধ্যে কিছু পড়ে থাকতে দেখা গিয়েছে। সেটি পাঠানো হচ্ছে ফরেন্সিক পরীক্ষার জন্য। দিল্লি পুলিশ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। মামলাটি স্পেশাল সেলের হাতে উঠতে পারে বলে খবর। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেউ বোমা রেখে গিয়েছিল কি না, জানার চেষ্টা চলছে। ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ।