Doctor Molested : ফের 'ধর্ষণের শিকার' চিকিৎসক, আর্মি অফিসার পরিচয় দিয়ে অজ্ঞান করে চরম নির্যাতন 'ডেলিভারি বয়ের'
অভিযোগ, ধর্ষণের শিকার হয়েছেন দিল্লির এক নামী হাসপাতালে কর্মরত এক চিকিৎসক । নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

নয়া দিল্লি: আবার ধর্ষিত চিকিৎসক। ফের দেশের রাজধানী শহরে ন্যক্কারজনক ঘটনা। আবার নির্যাতিত চিকিৎসক। এনডিটিভি-তে প্রকাশিত এক রিপোর্টে দাবি, ধর্ষণের শিকার হয়েছেন দিল্লির এক নামী হাসপাতালে কর্মরত এক চিকিৎসক । নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় অভিযুক্ত দিল্লির ছত্রপুরের বাসিন্দা আরভ নামের এক ব্যক্তি। সে আদতে ডেলিভারি বয়-এর কাজ করত। কিন্তু ইনস্টাগ্রামে নিজেকে পরিচয় দিত সেনাবাহিনীর উচ্চপদস্থ হিসেবে। সোশ্যাল মিডিয়া সূত্রেই ওই চিকিৎসকের সঙ্গে তার আলাপ। অভিযোগ, ওই চিকিৎসকের সঙ্গে কথোপকথনের সময় নিয়ে সেনাবাহিনীর অফিসার হিসেবে পরিচয় দেয় সে। নিজেকে লেফটেন্যান্ট হিসেবে পরিচয় দিয়ে কিছুক্ষণ কথা বলার পর দুজন ফোন নম্বর বিনিময় করে। তারপর হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু করে। খবর পুলিশ সূত্রে। আরভ জানায়, সে জম্মু ও কাশ্মীরে দায়িত্বে রয়েছে। তারপর 'সেনাবাহিনীর পোশাক' পরে নিজের ছবিও পাঠায় সে। অভিযোগ, চলতি মাসের শুরুতে আরভ দাবি করে, সে দিল্লিতে ঘুরতে আসছে। তখনই ওই চিকিৎসকের বাড়িতে যায় সে। অভিযোগ, সেখানেই চিকিৎসকের খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করে, তারপর তাকে ধর্ষণ করে সে।
চিকিৎসক জ্ঞান ফিরে পেয়ে সবটা বুঝতে পারেন। এরপর ১৬ অক্টোবর সফদরজং এনক্লেভ থানায় অভিযোগ দায়ের করেন। ছত্তরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।






















