নয়াদিল্লি: ভারত সফরের রওনা দেওয়ার কয়েক-ঘণ্টা আগে শনিবার টুইট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট লিখলেন, ভারতে আমার বিশেষ বন্ধুদের সঙ্গে থাকার জন্য মুখিয়ে আছি। তবে, মজার বিষয় হল, ওই ট্যুইটের সঙ্গে জনপ্রিয় ভারতীয় ছবি 'বাহুবলী'-র মর্ফড করা একটি ভিডিও ক্লিপও তিনি রিট্যুইট করেন।


সম্প্রতি, একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও ক্লিপটি প্রকাশ করা হয়। সেখানে ওই ছবির মুখ্যচরিত্র প্রভাসের মুখের ওপর মার্কিন প্রেসিডেন্টের মুখ সুপারইমপোজ করে বসিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই ভিডিওতে ডোনান্ড ট্রাম্পের পাশাপাশি দেখা যাচ্ছে ইভাঙ্কা, মেলানিয়া ও ট্রাম্প জুনিয়রকেও।


কয়েকদিন আগে, বলিউডি ছবি 'শুভমঙ্গল জেয়াদা সাবধান' ছবির মুক্তি নিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করেন ট্রাম্প। ছবিটি সমলিঙ্গ-ইস্যু কেন্দ্রিক। ব্রিটিশ সমাজকর্মী তথা এলজিবিটি সমর্থক পিটার থ্যাচেল ছবিকে স্বাগত জানিয়ে ট্যুইট করেন। ওই ট্যুইট রিট্যুইট করেন ট্রাম্প।





সোমবার দুপুরে ভারতে পৌঁছচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। গুজরাতের আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের সামনে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত সেপ্টেম্বরে মোদি যখন মার্কিন সফরে গিয়েছিলেন, সেই সময় তাঁর সমর্থনে অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল 'হাউডি মোদি'। এবার ট্রাম্পের সমর্থনে রাখা অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'নমস্তে ট্রাম্প'।





জানা গিয়েছে, সবরমতীতে মহাত্মা গাঁধীর আশ্রমেও যাবেন ট্রাম্প। সেখানে রাষ্ট্রপতি ভবনে তাঁকে সরকারি অভ্যর্থনা জানানো হবে। পরে, দিল্লিতে ফিরে তিনি মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। হায়দরাবাদে মোদি ও ট্রাম্পের মধ্যে আলোচনা হবে।

মঙ্গলবার, ভারতীয় কর্পোরেটদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ওই অনুষ্ঠানটি দিল্লির মার্কিন দূতাবাসের তরফে আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত থাকবে রিলায়েন্স, টাটা, মাহিন্দ্রা সহ দেশের প্রথম সারির সংস্থার কর্ণধাররা। সেদিনই নৈশভোজের পর ফিরে যাবেন ট্রাম্প।