ওয়াশিংটন ডিসি : করোনা অতিমারী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অন্যান্য স্বাস্থ্য-সঙ্কটের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই দাবি তুলে WHO থেকে বেরিয়ে আসবে আমেরিকা। সোমবার এমনই ঘোষণা করলেন আমেরিকায় সদ্য শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, 'সদস্যভুক্ত রাষ্ট্রগুলির অনুপযুক্ত রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে WHO। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যায়ভাবে প্রচুর পরিমাণে অর্থ চাওয়া হয়েছে যাম চিনের মতো অন্যান্য বড় দেশগুলির দেওয়া অর্থের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য নেই। বিশ্ব স্বাস্থ্য আমাদের ছিঁড়ে ফেলেছে, সবাই আমেরিকাকে ছিঁড়ে ফেলেছে। এটা আর চলবে না।'


ট্রাম্পের এই পদক্ষেপের অর্থ, আগামী ১২ মাসের মধ্যে আমেরিকা রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে তাদের কাজে আর্থিক সহায়তা দেওয়াও বন্ধ হয়ে যাবে। অথচ, WHO-তে সবথেকে বেশি পরিমাণ অর্থ ঢালে মার্কিন যুক্তরাষ্ট্রই। সার্বিক তহবিলের ১৮ শতাংশই দেয় তারা। তবে, WHO থেকে ট্রাম্পের বেরিয়ে আসার সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত ছিল না। ২০২০ সালেও তাঁর প্রেসিডেন্ট পদে মেয়াদের প্রথমবারে তিনি সেখান থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নিয়েছিলেন। সেবার তিনি অভিযোগ তুলেছিলেন, কোভিডের উৎস নিয়ে চিন বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং WHO তাদের সেই কাজে সাহায্য করছে। যদিও বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের বক্তব্য, তারা বারবার বেজিংকে এই মর্মে তথ্য শেয়ার করতে বলেছে যে, মানুষের সংক্রমিত প্রাণীর সংস্পর্শে আসার ফলে, নাকি দেশের ল্যাবরেটরিতে একই ভাইরাস নিয়ে গবেষণা করার জন্য কোভিড ছড়িয়ে পড়েছে তা জানাতে।


ডোনাল্ড ট্রাম্প এমনিতেই চিন-বিরোধী হিসেবে পরিচিত। তাঁর প্রথম মেয়াদে আমেরিকা ও চিনের সম্পর্কের বেশ অবনতি দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলেই আশা করা যায়।


অন্য়দিকে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-নীতি ভারতের জন্য় উদ্বেগের কারণ হতে পারে। বিপুল সংখ্যক ভারতীয় মার্কিন তথ্য়প্রযুক্তি সেক্টরে কাজ করেন। তাঁরা ‘H-1B’ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ‘H-1B’ ভিসা নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন। এবারও কি সেই অবস্থান বজায় রাখবেন তিনি ? নাকি ভারতের কথা ভেবে নরম হবেন ?


ভারত সহ বিভিন্ন দেশের ওপর বাণিজ্য় ক্ষেত্রে শুল্কও কি বাড়ানোর পথে হাঁটবেন ট্রাম্প ? দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প 2.0 সরকারে জায়গা করে নিয়েছেন হরমিত কউর ঢিলোঁ, বিবেক রামাস্বামী, কাশ প্যাটেল, জয় ভট্টাচার্য এবং শ্রীরাম কৃষ্ণনরা।