নয়াদিল্লি: আমেরিকা, মায়ানমারের পর গভীর রাতে জোড়া ভূমিকম্প (Twin Earthquakes)। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের পড়শি দেশ আফগানিস্তানও কাঁপল ভূমিকম্পে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পরের তীব্রতা ছিল ৪.৩। আফগানিস্তানে রিখটার স্কেলে কম্পনের তীব্রতাও ছিল ৪.৩। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। (Earthquake in Andaman and Nicobar)


ভারতীয় সময় অনুযায়ী, রাত ১টা বেজে ৫ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান সাগরের ১৩৭ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত সেখান থেকে হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা-ও স্পষ্ট নয়। তবে বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। 


এর পর রাত রাত ২টো বেজে ২৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। সেখানেও কম্পনের তীব্রতা ছিল ৪.৩। সেখানে কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের ১২০ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের এই ভূমিকম্পের প্রভাব পড়ে ভারতের জম্মু ও কাশ্মীরেও। ২টো বেজে ৪৭ মিনিট নাগাদ কিশতওয়ার এলাকায় কম্পন অনুভূত হয়। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৩.৫। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।



আরও পড়ুন: Chariot Collapse: ভিড়ের মধ্যে ভেঙে পড়ল ১২০ ফুটের রথ, দেখুন ভিডিও


এর আগে, গত ১৩ মার্চ ৪.২ তীব্রতায় ভূমিকম্প হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেবার মধ্যরাতে ভূমিকম্প হয়। আন্দামান সাগরের ৬৭ কিলোমিটার গভীর এলাকাকে সেবার ভূমিকম্পের উৎসস্থল হিসেবে চিহ্নিত করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আবার কয়েক ঘণ্টা আগে, ১২ মার্চ ৪.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।



পাশাপাশি, কয়েক দিন আগেও ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। গত ২৮ মার্চ ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। এবছর জানুয়ারি মাসেও ৬.১ তীব্রতায় কেঁপে ওঠে আফগানিস্তান। দিল্লিতেও কম্পনের রেশ এসে পৌঁছেছিল। গত বছর অক্টোবর মাসে ৬.৩ তীব্রতায় ভূমিকম্প হয় আফগানিস্তানের পশ্চিমের এলাকায়, তাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।