নয়া দিল্লি: সুনামি স্মৃতি ফিরল নিকোবর দ্বীপ্পপুঞ্জে। সোমবার ভূমিকম্পে কাঁপল ভারতের এই দ্বীপ। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানান হয়েছে, নিকোবর দ্বীপের ১০ কিলোমিতার গভীরে একটি কম্পন অনুভূত হয় ভোর ৫টা নাগাদ। 



টুইটে সিসমোলজি জানায়, '৬ তারিখ ভোর ৫টায় নিকোবর আইল্যান্ডের ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্প অনুভূত হয়।'


 






এই নিয়ে দ্বিতীয়বার ভূকম্পে কাঁপল নিকোবর দ্বীপপুঞ্জ। জানুয়ারিতে ৪.৯ রিখটার স্কেলে কেঁপে উঠেছিল আন্দামান সাগর। গত বছর ২৪ ঘণ্টার মধ্যে বার ২২ বার ভূমিকম্প হয়েছিল। সেই ভূকম্প মাত্রা ছিল ৩.৮ রিখটার স্কেল থেকে ৫.০ রিখটার স্কেল। 


স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকেও এখনও পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় এবং ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় সুনামির আশঙ্কাও সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।                        


অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলায় আচমকাই কম্পন অনুভূত হয়। থরথর করে কেঁপে ওঠে ঘর-বাড়ি। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন। আফটার শকের আশঙ্কাও করা হচ্ছে।                 


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এ বছর জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি মিলিয়ে মোট 128টি ভূমিকম্পের তথ্য পাওয়া গিয়েছে ৷ মূলত, হিন্দুকুশ অঞ্চলগুলিতে অধিকাংশ ভূমিকম্প হয়েছে ৷ অর্থাৎ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ৷ আর সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারত ও আন্দামান সাগর একালাতেও কম্পন অনুভূত হয়েছে ৷ শিমলা এবং উত্তরপ্রদেশের সাহারানপুর, পশ্চিমে গুজরাতের কচ্ছ এবং মহারাষ্ট্রের জলগাঁও ও হিংগোলি জেলাতেও মৃদু ভূমিকম্প হয়েছে গত জানুয়ারি মাসে ৷