Remote Electronic Voting Machine: ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) সম্প্রতি ঘোষণা করেছে তারা রিমোট ভোটিং (Remote Voting) করানোর জন্য প্রস্তুত। মূলত মাইগ্রেন্ট ভোটার (যাঁরা নিজের ভোট কেন্দ্র থেকে দূরে থাকনে বিভিন্ন কারণে) এবং ডোমেস্টিক মাইগ্রেন্টদের জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ এইসব ভোটারদের আর অনেক দূর থেকে ভোট দেওয়ার জন্য নিজের ভোট কেন্দ্রে আসতে হবে না। বরং ভারতের যেকোনও জায়গায় বসে যাতে ভোট দেওয়ার সুযোগ ভোটাররা পান, সেই বন্দোবস্ত করা হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন একটি প্রোটোটাইপ Multi-Constituency Remote Electronic Voting Machine তৈরি করেছে। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণও পাঠানো হয়েছে এই প্রোটোটাইপ রিমোট ভোটিং মেশিনের বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য। একটিই পোলিং বুথ বা ভোট কেন্দ্র যা দূরবর্তী এলাকায় অবস্থিত সেখান থেকে এই প্রোটোটাইপ রিমোট ভোটিং মেশিনের সাহায্যে একাধিক নির্বাচনী এলাকা বা ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 


 



 


 






নির্বাচন কমিশন অবশ্য এই রিমোট ভোটিং মেশিন এবং তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনা চালু করার আগে সমস্ত আইনি এবং প্রযুক্তিগত পদক্ষেপের তালিকা তৈরি করেছে। যদিও ডেমো অর্থাৎ নমুনা দেওয়ার জন্য এটি প্রস্তুত রয়েছে। বিভিন্ন সমীক্ষা এবং গবেষণায় দেখা গিয়েছে, ভারতের এক তৃতীয়াংশ জনসংখ্যা ভোটদানে ব্যাহত থাকছে। এই বিষটি নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট উদ্বেগের। আর সেই কারণেই এই মাল্টি কন্সটিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করা হয়েছে। নতুন ধরনের এই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ভোটদানে খুবই সুবিধা দেবে। দেশের যে প্রান্তেই কর্মসূত্র তাঁরা থাকুন না কেন আর ভোটের সময় পড়িমড়ি করে বাড়ি ছুটতে হবে না। বরং নিজের কর্মস্থান থেকেই নিজের এলাকায়ভোট দিতে পারবেন ওই ব্যক্তি। শোনা যাচ্ছে একটি মাল্টি কন্সটিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন একসঙ্গে ৭২টি পর্যন্ত কন্সটিটিউয়েন্সি সামাল দিতে পারবে। এই মেশিনের ডেমো দেওয়া হবে নতুন বছরে ১৬ জানুয়ারি। সেই সময় উপস্থিত থাকবে নির্বাচন কমিশনের Technical Expert Committee। এরপর সমস্ত পরিচিত রাজনৈতিক দলের কাছে লিখিত আবেদন পাঠানো হবে ৩১ জানুয়ারির মধ্যে তারা যেন একত্রিত হয়ে এই নতুন ইভিএমের ব্যাপারে বিশদে জেনেবুঝে নেন। এই প্রোটোটাইপ সম্পর্কে সকলের কী মত, তার ভিত্তিতেই এই বিষয়টির বাস্তবায়ন হবে। 


আরও পড়ুন- টেসলার শেয়ারে ৬৯ শতাংশ পতন, মাস্কের সম্পদ কমল ১৪০ বিলিয়ন ডলার