নয়াদিল্লি: কোভিডকালে ভুয়ো খবরে ভরে গেছে ফেসবুক। সচেতন হতে গিয়ে ভুল তথ্য পাচ্ছেন গ্রাহকরা। যা তাদের ভালোর বদলে ক্ষতি করছে। এবার ইউজারদের ভুল শুধরে দিতে উদ্যোগ নিচ্ছে ফেসবুক।
করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল অবস্থা দেশের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাস থেকে পরিত্রাণের উপায় খুঁজছে সবাই। যদিও ভুয়ো খবরের জেরে প্রায়শই ক্ষতির সম্মুখীন হচ্ছেন নেটিজেনরা। এবার তাঁদের পাশে দাঁড়াতে আসছে ফেসবুক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া জায়ান্টের তরফে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ভারতে প্রচার শুরু করবে কোম্পানি।
মূলত, কোভিড ১৯ নিয়ে ভুল তথ্য ধরাতেই এই উদ্যোগ নিচ্ছে ফেসবুক। কোম্পানি জানিয়েছে, ইউজারদের কোভিডের বিষয়ে শিক্ষিত করে তোলাই মূল উদ্দেশ্য তাদের। কীভাবে করোনা সম্পর্কিত খবরের বিশ্বাসযোগ্যতা বের করতে হয়, তা দেখিয়ে দেবে ফেসবুক। ইতিমধ্যেই সারা বিশ্বে কোভিড নিয়ে ক্ষতিকারক ১ কোটি ২০ লক্ষ পোস্ট ডিলিট করেছে কোম্পানি। ইনস্টাগ্রাম ও ফেসবুক মিলিয়ে এই বিশাল অঙ্কের পোস্ট ডিলিট করা হয়েছে। যেখানে অনুমতিপ্রাপ্ত ভ্যাকসিনের বিষয়েও মিথ্যে পোস্ট রয়েছে।
তবে কীভাবে এই অসাধ্য সাধন করবে ফেসবুক ? কোম্পানির তরফে জানানো হয়েছে, কোভিড নিয়ে মিথ্যে তথ্য ধরতে ৬টা টিপস দেবে ফেসবুক। সেই টিপস মানলেই সহজে প্রকাশ পাবে আসল সত্য। ৬টি বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহককে সচেতন করবে সংস্থা।যেগুলিতে ক্লিক করতে সোজা খুলে যাবে একটা সাইট। www.fightcovidmisinfo.com/india।
এই প্রচারের সময় ইউজারদের পুরো খবর বা তথ্য পেতে উৎসাহ দেবে ফেসবুক। কেবল হেডলাইন দেখে সিদ্ধান্ত নিতে মানা করা হবে। এমনকী খবরের বিশ্বাসযোগ্যতা বুঝে তবেই শেয়ার করতে বলবে সংস্থা। কোম্পানি জানিয়েছে, ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম, ওড়িয়া, মরাঠি, কন্নর, গুজরাতি, বাংলা-সহ ৯টি ভারতীয় ভাষায় ওয়েবসাইটেও এই প্রচার চালানো হবে।
সরকারি তথ্য বলছে, ভারতে ৫৩ কোটি হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে। পিছিয়ে নেই ফেসবুক। তাদের ইউজার সংখ্যা ৪১ কোটি। পাশাপাশি ২১
কোটি গ্রাহক রয়েছে ইনস্টাগ্রামের। গত মাসেই সরকারের সতর্কবার্তার পর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে শতাধিক পোস্ট ডিলিট করে ট্যুইটার,
ফেসবুক ছাড়াও অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। মূলত কোভিড নিয়ে ফেক নিউজ ছড়ানো ছিল এইসব পোস্টে।