ফৌজদারি মামলার কথা নির্বাচনী হলফনামায় উল্লেখ না করার অভিযোগ, ফড়নবিশকে সমন আদালতের
Web Desk, ABP Ananda | 29 Nov 2019 01:20 PM (IST)
তাঁর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগে ফৌজদারি প্রক্রিয়া চেয়ে পেশ হওয়া একটি আবেদন ১ নভেম্বর জিইয়ে তোলে ম্যাজিস্ট্রেট আদালত। ওই আবেদন জানিয়েছিলেন শহরের এক আইনজীবী। তবে নিম্ন আদালত সেটি খারিজ করে দেয়। তাদের রায় বহাল রাখে বম্বে হাইকোর্টও। কিন্তু ১ অক্টোবর সুপ্রিম কোর্ট ওই আইনজীবীর আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে বলে ম্যাজিস্ট্রেট আদালতকে।
নয়াদিল্লি: দেবেন্দ্র ফড়নবিশকে সমন। তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে, নির্বাচনী হলফনামায় সেকথা উল্লেখ না করার অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি স্থানীয় আদালতের। নাগপুর সদর থানার জনৈক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার নাগপুরে ফড়নবিশের বাসভবনে সমন পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি নাগপুরের বিজেপি বিধায়ক। শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকারের শপথ গ্রহণের দিনই নোটিস পেলেন তিনি। তাঁর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগে ফৌজদারি প্রক্রিয়া চেয়ে পেশ হওয়া একটি আবেদন ১ নভেম্বর জিইয়ে তোলে ম্যাজিস্ট্রেট আদালত। ওই আবেদন জানিয়েছিলেন শহরের এক আইনজীবী। তবে নিম্ন আদালত সেটি খারিজ করে দেয়। তাদের রায় বহাল রাখে বম্বে হাইকোর্টও। কিন্তু ১ অক্টোবর সুপ্রিম কোর্ট ওই আইনজীবীর আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে বলে ম্যাজিস্ট্রেট আদালতকে। গত ৪ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি সামারি ফৌজদারি মামলা হিসাবে গণ্য করা হবে বলে জানিয়ে নোটিস দেয়। ম্যাজিস্ট্রেট এস ডি মেহতা বলেন, ১৯৫১-র জনপ্রতিনিধি আইনের ১২৫ এ ধারায় শাস্তিযোগ্য অপরাধের জন্য অভিযুক্তের (ফড়নবিশ) বিরুদ্ধে প্রক্রিয়া (নোটিস) জারি হল। ১৯৯৬ ও ১৯৯৮-এ প্রতারণা, জালিয়াতির মামলা দায়ের হয়েছিল ফড়নবিশের বিরুদ্ধে, যদিও দুটি ক্ষেত্রেই চার্জ গঠিত হয়নি। ফড়নবিশ এটা নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি বলে অভিযোগ করেন ওই আইনজীবী।