গুয়াহাটি : অসমে মাদক-বিরোধী অভিযানে এবার বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। জনসমক্ষে পুড়়িয়ে ফেলা হল বাজেয়াপ্ত ১৬৩ কোটি টাকার মাদক। শনিবার রাজ্যে দুদিনের এই অভিযান শুরু করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।


গত কয়েক মাসে রাজ্য থেকে প্রায় ১৭০ কোটি টাকার মাদক বাজেয়োপ্ত করেছিল সরকার। মাদক-বিরোধী অভিযান চালানোর পর এবার ছিল সেই মাদক নষ্ট করার পালা। এদিন জনসমক্ষে সেই কাজ করলেন মুখ্যমন্ত্রী। দিফু ও গোলাঘাটে এদিন চলে মাদক জ্বালানোর অভিযান। দুটি স্থানেই নিজের হাতে মাদকের স্তূপে আগুন দেন মুখ্যমন্ত্রী। 


এদিন গোলাঘাটে মুখ্যমন্ত্রী বলেন, গত কিছু মাস ধরেই মাদক কারবারিদের বিরুদ্ধে অতি সক্রিয় হয়েছে রাজ্যের পুলিশ। যার ফল স্বরূপ ১৬৩ কোটির মাদক বাজেয়াপ্ত করা গিয়েছে। তবে এ কেবলমাত্র ব্যাবসার ২০ থেকে ৩০ শতাংশ। অসমে ২০০০-৩০০০ কোটির মাদক ব্যাবসা রয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি বলছে, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে বসার পরই মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যত 'যুদ্ধ' ঘোষণা করেছে অসম পুলিশ। যার ফলও এসেছে হাতেনাতে।


পুলিশ সূত্রে খবর, অসমে মায়ানমার থেকে আসে এই মাদক। কার্বি আংলঙে হয়ে দিফুতে যায় নিষিদ্ধ ড্রাগস। অন্যদিকে, নাগাল্যান্ড হয়ে গোলাঘাটে আসে মাদকের কারবারিরা। পরে এই অসম থেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় মাদক। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ''অসম ভারতে মাদকের অন্যতম প্রবেশদ্বার। এই পথ ধরেই ভারতের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ড্রাগস পৌঁছে যায়। দিনে দিনে স্থানীয় যুবকদের মধ্যেও এই নেশা ঢুকে গিয়েছে।''


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যুবকদের মধ্যে যারা এই নেশা ঢোকাচ্ছে, তাদের রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের পুলিশকে এই চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অনেক জায়গায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পায়ে গুলি মারতে হয়েছে পুলিশকে। সেই ক্ষেত্রে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। যদিও আইন মেনে এদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে।