নয়াদিল্লি: করোনার জেরে বাতিল হয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবে অক্টোবর থেকে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন।
এ বছর জুলাইতে হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। কিন্তু করোনার জেরে গোটা রুটিন ওলটপালট হয়ে গিয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ইউজিসি-কে ইন্টারমিডিয়েট ও টার্মিনাল সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন, একই সঙ্গে নতুন করে তৈরির কথা বলেছেন অ্যাকাডেমিক ক্যালেন্ডার। শোনা যাচ্ছে, এ ব্যাপারে একটি প্যানেল তৈরি হয়েছে, তার মাথায় রয়েছেন হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর সি কুহাদ। এক সপ্তাহের মধ্যে সংশোধিত গাইডলাইন ঘোষিত হতে পারে। তবে তাতে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে।
বিশেষজ্ঞ কমিটি মত দিয়েছে, জুলাইয়ে যে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনার জেরে তা বাতিল করতে হবে। এক আধিকারিক জানিয়েছেন, আগের পরীক্ষাগুলিতে পড়ুয়াদের ফলের ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষার নম্বর দিতে হবে। যে পড়ুয়ারা এই পদ্ধতিতে খুশি নন, তাঁরা অতিমারীর প্রকোপ কমে গেলে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আগে থেকেই ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য নয়া শিক্ষাবর্ষ চালু হওয়ার কথা ছিল অগাস্ট থেকে, নবাগতরা আসতেন সেপ্টেম্বর থেকে। তাও পিছিয়ে অক্টোবর করে দেওয়া হয়েছে। তবে নয়া যে গাইডলাইনই ইস্যু হোক,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা তৈরি হবে।
দেশজোড়া লকডাউন ঘোষণা হওয়ার পর ১৬ মার্চ থেকে বন্ধ রয়েছে যাবতীয় স্কুল কলেজ। লকডাউনের জেরে শিক্ষাগত ক্ষতি ও সে ব্যাপারে ঠিকমত ব্যবস্থা নেওয়ার জন্য এপ্রিলে ইউজিসি দুটি কমিটি তৈরি করে। প্রথমটির নেতৃত্বে হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর সি কুহাদ, তাঁকে দায়িত্ব দেওয়া হয় লকডাউনের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি দেখতে ও বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে। দ্বিতীয় কমিটির দায়িত্ব ছিল অনলাইন শিক্ষার মানোন্নয়নের পরামর্শ দেওয়া, এর মাথায় ছিলেন ইগনু-র উপাচার্য নাগেশ্বর রাও। এই দুই প্যানেলের পরামর্শ অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ২৯ এপ্রিল জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা হবে বলে ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে না, অক্টোবর থেকে চালু হতে পারে নতুন শিক্ষাবর্ষ, মত নিশঙ্কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 10:07 AM (IST)
বিশেষজ্ঞ কমিটি মত দিয়েছে, জুলাইয়ে যে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনার জেরে তা বাতিল করতে হবে। এক আধিকারিক জানিয়েছেন, আগের পরীক্ষাগুলিতে পড়ুয়াদের ফলের ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষার নম্বর দিতে হবে। যে পড়ুয়ারা এই পদ্ধতিতে খুশি নন, তাঁরা অতিমারীর প্রকোপ কমে গেলে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -