থানে: ফল বিক্রি করতে করতে ফল রাখার জায়গার তলায় একটি প্লাস্টিকের ব্যাগে বারবার প্রস্রাব (urinating) করছিল। আর হাত না ধুয়েই ওই নোংরা হাতেই গ্রাহকদের ফল বিক্রি করছিল এক বিক্রেতা (Fruit seller)। ঘটনাটি দেখতে পেয়ে এক ব্যক্তি পুরো বিষয়টি মোবাইলের ক্যামেরায় বন্দি করে। আর সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মানুষ। যার জেরে ওই ফল বিক্রেতার নামে এফআইআর করার পাশাপাশি তাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ডোম্ভিলি এলাকায় (Maharashtra's Dombivli)।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অত্যন্ত নোংরা ভাবে ফল বিক্রি করা ২০ বছরের ওই যুবকের নাম আলি খান। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে, ফল বিক্রির জায়গার ঠিক নিচেই একটি প্লাস্টিকের ব্যাগ প্রস্রাব করছে ওই যুবক। তারপর হাত না ধুয়েই ফল বিক্রি করছে। গ্রাহকরাও কোনও কিছু না জেনে ওই ফল বিক্রেতার কাছ থেকে জিনিস কিনছে।
ওই যুবক আলি খান মহারাষ্ট্রের ডোম্ভিলির নিলজি গ্রামের লোধা এলাকায় ফলের ব্যবসা করে। সে যখন ফল বিক্রির ফাঁকে এই অত্যন্ত নোংরা কাজটি করছিল তখন তার ভিডিও তোলে এক ব্যক্তি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই উত্তেজনা ছড়ায়।
ডোম্ভিলি এলাকার স্থানীয় লোকজন এই ভিডিও দেখার পরেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারপর সোজা এসে ভাঙচুর করেন আলি খানের ফল বিক্রির জায়গাটি। সেখানে থাকা সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি আলি খানকে ধরে বেধড়ক মারধরও করেন। এই ঘটনার কথা ছড়াতেই রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ওই এলাকার যে সমস্ত হকারদের জিনিস বিক্রির কোনও অনুমতি নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইতিমধ্যে আলি খানের নামে এফআইআর দায়ের করে তাকে গ্রেফতার করার পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।