মুম্বই: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, চলতি আর্থিক বছরে জিডিপি ৯.৫ শতাংশ পড়তে পারে। মনিটরি পলিসি কমিটির ৩ দিনের সমীক্ষা বৈঠকের পর রিজার্ভ ব্য়াঙ্ক এই অনুমান করছে। তবে শক্তিকান্ত দাস আশা প্রকাশ করেছেন, চলতি আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক ব্যবস্থায় উন্নতি হবে ও জানুয়ারি-মার্চের মধ্যে ইতিবাচক চেহারায় পৌঁছে যাবে।


এর আগে সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস বা সিএসও-ও আশঙ্কা প্রকাশ করে প্রথম ত্রৈমাসিকে জিডিপি ২৩.৯ শতাংশ পড়ে যাবে।

মনিটরি পলিসি কমিটির বৈঠক শুরু হয় বুধবার। শক্তিকান্ত দাস বলেছেন, এপ্রিল-জুন ত্রৈমাসিকে অর্থব্যবস্থায় যে পতন হয়েছিল তা ধীরে ধীরে সরে যাচ্ছে। ফের দেখা যাচ্ছে আশার আলো। মুদ্রাস্ফীতিও ২০২০-২১-এর চতুর্থ ত্রৈমাসিকে কমে গিয়ে  লক্ষ্যমাত্রার মধ্যে চলে আসতে পারে।

খুচরো ব্যবসায় মুদ্রাস্ফীতি চলতি মাসে ৬ শতাংশ টপকে গিয়েছে। আরবিআই তাদের মনিটরি পলিসি রিভিউয়ে মূলত জোর দিয়েছে খুচরো মুদ্রাস্ফীতির ওপর।  কেন্দ্র আরবিআইকে টার্গেট দিয়েছে, ২ শতাংশ বাড়াকমার ভিত্তিতে মুদ্রাস্ফীতি ৪ শতাংশে রাখতে হবে।

তবে আরবিআই রেপো রেট ও রিভার্স রেপো রেটে পরিবর্তন আনেনি। মনিটরি পলিসি রেপো রেটকে ৪ শতাংশ ও রিভার্স রেপো রেটকে ৩.৩৫ শতাংশেই রেখেছে। রেপো রেট না বদলানোর অর্থ, ইএমআই অথবা ঋণের সুদ দেওয়ার হারে কোনও পরিবর্তন হবে না।