বেজিং: সার্সকে ছাপিয়ে গেল করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা। শেষ খবর, এখনও পর্যন্ত বিশ্বব্যাপী এই মারণ ভাইরাসে মোট ৮১৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার, চিন থেকে নতুন করে ৮৯ জনের মারা যাওয়ার খবর এসেছে। এখনও পর্যন্ত চিনেই মারা গিয়েছেন ৮১১ জন। এছাড়া, ফিলিপাইন্স ও হংকং-এ একজন করে মারা গিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছিল সার্স ভাইরাস। সার্সের শিকারের সংখ্যা ছিল ৭৭৪ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ৮,১০০ জন। কিন্তু, সব পরিসংখ্যানকে ছাপিয়ে গেল নোভেল করোনাভাইরাস।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার নতুন করে ২,৬৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর ফলে, চিনে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল প্রায় ৩৭,২০০।
কনোরাভাইরাসে আক্রান্তের প্রথম রিপোর্ট মিলেছিল গত ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। এই শহরই ভাইরাসের উৎসস্থল বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খবর, উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকেই এই ভাইরাসের উৎপত্তি। সবচেয়ে বেশি সংখ্যাক মৃত্যু হয়েছে এখানেই। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, হুবেইতে ৭৮০ জন মারা গিয়েছেন। শনিবার, রাজধানী উহানে মারা যান ৬০ বছরের এক মার্কিন মহিলা।
সেই থেকে বিশ্বে প্রায় ৩৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। হু-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ২৪টি দেশ থেকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছে। এর মধ্যে অধিকাংশই এশিয়ায়।
সার্সকে ছাপিয়ে গেল করোনাভাইরাস, মৃতের সংখ্যা বেড়ে ৮১৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Feb 2020 08:54 AM (IST)
২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছিল সার্স ভাইরাস। সার্সের শিকারের সংখ্যা ছিল ৭৭৪ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ৮,১০০ জন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -