Ravi Sinha RAW Chief : মন্ত্রিসভার সিলমোহরের পরই এল খবর। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এর পরবর্তী প্রধান পদের দায়িত্ব পেলেন সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা। 


ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের অফিসার সিনহা। বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের স্পেশ্যাল সেক্রেটারি পদের দায়িত্বে রয়েছেন তিনি। শীঘ্রই সামন্ত গোয়েলের জায়গায় 'র' প্রধানের দায়িত্ব নেবেন এই আইপিএস অফিসার। আগামী ৩০ জুন এই পদের মেয়াদ শেয় হচ্ছে গোয়েলের। 


সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা, তার পেশাদার দক্ষতার জন্য গোয়েন্দাদের মধ্যে সম্মানিত এক ব্যক্তি। ভারতের প্রতিবেশী দেশগুলির বিষয়ে বিশেষজ্ঞ হিসাবেই তাঁকে চেনে নয়াদিল্লি। ইতিমধ্যেই সংস্থার দুই নম্বরে থেকে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। আধুনিক প্রযুক্তি নিয়োগ করে RAW-কে আরও উন্নত করতে বড় ভূমিকা রয়েছে রবি সিনহার। 


গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে সিনহা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় করতে পারবেন বলে মনে করছে সরকার। বিশেষ করে প্রযুক্তিগত ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাত্রাকে সিনহা আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছে নয়াদিল্লি। সেই কারণেই মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি ৫৯ বছর বয়সী সিনহাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। 


সিনহার এই নিয়োগ ভারতের বিদেশ নীতির প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। মূলত, প্রতিবেশী দেশগুলির অস্থিরতার মধ্যে তাঁর ভূমিকা সবেতেই কাজে লাগবে। বর্তমানে পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে। শিখ চরমপন্থাকে বিদেশ থেকে উত্সাহিত করা হচ্ছে। দেশের মধ্যেই উত্তর-পূর্বে বিশেষ করে মণিপুরে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে।


সিনহা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর অপারেশন শাখার প্রধান। তাঁর ব্যাচমেট তপন ডেকা ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান। দিল্লির সেন্ট স্টিফেন কলেজের প্রাক্তন ছাত্র সিনহা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। এর আগে তিনি জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ও বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকাগুলিতে কাজ করেছে। এ ছাড়াও ভারতের প্রতিবেশী অঞ্চলে বিভিন্ন দায়িত্বে উল্লেখযোগ্য অবদান রয়েছে সিনহার। সেই কারণেই এই দুঃসময়ে সিনহার ওপরই আস্থা রেখেছে সরকার। 


তবে দেশের ভূ-রাজনৈতিক স্থিতি স্বাভাবিক রাখতে সিনহার পূর্বসূরি গোয়েলের অবদান কম নয়। ২০১৯ সালের জুন মাসে দুই বছরের জন্য RAW-এর প্রধান পদে নিযুক্ত হন তিনি। পরবর্তীতে তাঁকে ২০২১  জুন ও ২০২২-এ দুটি করে এক বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছিল। গোয়েল জম্মু ও কাশ্মীর বিশেষজ্ঞ। পাকিস্তানের বালাকোটে ফেব্রুয়ারিতে ২০১৯-এ সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনায় তাঁর হাত ছিল। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পাল্টা হিসাবে  সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। পুলওয়ামায় ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ (জেএম) এর আত্মঘাতী বোমা হামলাকারীর হানায় শহিদ হন। ভারতীয় বিমান বাহিনী ২৬ ফেব্রুয়ারি ২০১৯-এ বালাকোটে জেএম সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবিরে আঘাত করেছিল।