কলকাতা: প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক। আর এই ঘোষণার পরই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। দেশপ্রেম দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল থেকে ফরওয়ার্ড ব্লক।
ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, নেতাজির দেশপ্রেম দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট সরকার। সরকারের অর্ডার প্রকাশ। দেশপ্রেম দিবস হিসেবে মানুষ এই দিনটা চায়। নেতাজির থেকে বড় মাপের দেশপ্রেমিক ভারতে জন্মায়নি। তাই মহাত্মা গাঁধী বলেছেন দেশপ্রেমিকোত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দেশনায়ক। ওঁরা হিংসা, সম্পত্তি বিক্রি ছাড়া কিছু বোঝে না। সুভাষ চন্দ্রকে বোঝার ক্ষমতা ওঁদের নেই। এর বিরোধিতা করছি। অবিলম্বে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করা হোক।
পাল্টা জাবাব কটাক্ষ করেছেন, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “দেশপ্রেম দিবস পরাক্রম দিবসের নামের ফারাকের মধ্য দিয়ে এঁরা কী বোঝাতে চাইছেন? নেতাজির আদর্শ ফরওয়ার্ড ব্লককে ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতাজির আদর্শে কোনও কাজ করেনি।“
নেতাজি পরিবারের সদস্য সুগত বসুর কথায়, “দেশের মানুষের থেকে নেতাজি কেন এত ভালবাসা পেয়েছেন সেটার কথা মনে রাখতে হবে। আদর্শ তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে। নেতাজি হিন্দু মুসলমানকে সমান অধিকার দিয়েছিলেন, শুধু যোদ্ধা ছিলেন না। সেই দিকটা যেন মনে রাখা হয়।”
এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল। পরাক্রম দিবস ঘোষণায় সন্তুষ্ট নই বলে জানিয়েছেন সাংসদ সৌগত রায়। জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানানো হয়েছিল, মানেনি কেন্দ্র। আমরা আবার নেতজির জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।
২৩ জানুয়ারি পরাক্রম দিবস পালনের ঘোষণা কেন্দ্রের, দেশপ্রেম দিবসের দাবি তৃণমূল থেকে ফরওয়ার্ড ব্লকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2021 01:46 PM (IST)
ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, নেতাজির দেশপ্রেম দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট সরকার। সরকারের অর্ডার প্রকাশ। দেশপ্রেম দিবস হিসেবে মানুষ এই দিনটা চায়। নেতাজির থেকে বড় মাপের দেশপ্রেমিক ভারতে জন্মায়নি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -