(Source: ECI/ABP News/ABP Majha)
Haryana Corona Vaccine : এক হাজার সাতশো দশ ডোজ করোনা ভ্যাকসিন চুরি হাসপাতাল থেকে
কোভিশিল্ডের এক হাজার দুশো সত্তর ডোজ এবং কোভ্যাকসিনের চারশো চল্লিশ ডোজ ভ্যাকসিন চুরি গিয়েছে বলে অভিযোগ।
ঝিন্দ : দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে পর্যাপ্ত ভ্যাকসিন না মেলার অভিযোগও। এর মাঝেই হরিয়ানা ঝিন্দ জেলায় স্থানীয় হাসপাতালের পিপিসি সেন্টার থেকে কোভিড ভ্যাকসিন চুরির অভিযোগ উঠল। কোভিশিল্ড ও কোভ্যাকসিন মিলিয়ে এক হাজার সাতশো দশ ডোজ ভ্যাকসিন চুরি গিয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।
ওই পিপিসি সেন্টার ইনচার্জের অভিযোগ, করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের এক হাজার দুশো সত্তর ডোজ এবং কোভ্যাকসিনের চারশো চল্লিশ ডোজ ভ্যাকসিন চুরি গিয়েছে। এই ঘটনার পর মেন স্টোরেও খোঁজখবর করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং এর পরে পদস্থ আধিকারিকদের জানাবেন। মেন স্টোর থেকেই গোটা জেলায় ভ্যাকসিন সরবরাহ হয়।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসে। স্টোররুমের তালা ভাঙা থাকতে দেখেন এক সুইপার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে প্রাথমিক খবর, সিসিটিভিতে দুজনকে দেখা গিয়েছে অপরাধ করতে। তদন্ত চলছে। স্টোর রুমে অন্যান্য মূল্যবান জিনিসপত্র থাকলেও সেসব কিছুতে দুষ্কৃতীরা হাত দেয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ল্যাপটপ, নগদ থাকলেও তা অক্ষত রয়ে গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধের মধ্যে দুটি ভ্যাকসিনেরই এক হাজার অতিরিক্ত ডোজ হাসপাতালে এসে পৌঁছবে। পাশাপাশি কোভিশিল্ডের অতিরিক্ত ছয় হাজার ডোজ সন্ধের মধ্যে হাসপাতালে এসে পৌঁছনোর কথা।
এদিকে, গোটা দেশের মতো হরিয়ানাতেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত তিন লক্ষ চোদ্দ হাজার আটশো পঁয়ত্রিশ জন। হরিয়ানার শেষ বুলেটিন অনুযায়ী, রেকর্ড নয় হাজার ছশো তেইশ দৈনিক সংক্রমণ দেখা গেছে রাজ্যে। একদিনে মারা গিয়েছেন পঁয়তাল্লিশ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এক হাজার দুশো একত্রিশ জন রোগী রয়েছেন অক্সিজেন সাপোর্টে। ভেন্টিলেশনে রয়েছেন একশো আটান্ন জন। হরিয়ানায় সব সরকারি, বেসরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। বাইশে এপ্রিল, আজ থেকে একত্রিশে মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।