Haryana News: AI ব্যবহার করে ৩ বোনের অশ্লীল ছবি ও ভিডিও তৈরি, টাকা চেয়ে ব্ল্যাকমেল দুষ্কৃতীর ; চাপের মুখে 'আত্মঘাতী' কলেজ ছাত্র !
Faridabad Case: এর পাশাপাশি রাহুলকে সে আত্মহত্যায় প্ররোচনা দেয় বলেও অভিযোগ।

ফরিদাবাদ : AI ব্যবহার করে তিন বোনের অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করা হয়েছিল। এরপর তা দেখিয়ে ব্যাকমেল করা হচ্ছিল বছর ১৯-এর এক যুবককে। ৩ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। চাপের মুখে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা।
রাহুল ভারতী। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১৫ দিন ধরে প্রচণ্ড হতাশায় ভুগছিলেন তিনি। কোনও কিছু খাচ্ছিলেনও না। প্রায় নিজের ঘরে চুপ করে বসে থাকতেন। এমনই জানিয়েছেন তাঁর বাবা। তাঁর বক্তব্য অনুযায়ী, সপ্তাহ দু'য়েক আগে কেউ একজন রাহুলের ফোন হ্যাক করে নেয়। এরপর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রাহুল ও তাঁর বোনেদের নগ্ন ছবি ও ভিডিও বানায়।
অভিযুক্ত সাহিলের সঙ্গে রাহুলের চ্যাট সামনে এসেছে। সে অশ্লীল ভিডিও পাঠিয়ে রাহুলের কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল। তাদের শেষ কথোপকথন অনুযায়ী, রাহুল যদি তাকে দাবিমতো টাকা না দেন তাহলে ওই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সাহিল।
এর পাশাপাশি রাহুলকে সে আত্মহত্যায় প্ররোচনা দেয় বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে রাহুল হতাশাগ্রস্ত হয়ে কিছু ট্যাবলেট খেয়ে নেয়। শনিবার সন্ধে ৭টা নাগাদ ঘটে এমনটা। পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানেই চিকিৎসা চলাকালীন মারা যান রাহুল। পরিবারের অভিযোগের ভিত্তিতে, দুই জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
গত ফেব্রুয়ারি মাসে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সতর্কতা জারি করে কেন্দ্রীয় অর্থ দফতর। ভারতের কেন্দ্রীয় অর্থ দফতর তার কর্মীদের চ্যাটজিপিটি (ChatGPT), ডিপসিকের মত এআই টুল ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেয়। সরকারি প্রশাসনিক কাজকর্মে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Tool) ব্যবহার না করার নিদান দেয় কেন্দ্র, এর ফলে সরকারের গোপনীয়তা (Finance Ministry) নিয়ে ঝুঁকি থেকে যায় বলে জানায় অর্থ দফতর। অভ্যন্তরীণ উপদেষ্টামণ্ডলীর প্রস্তাবে জানা যায়, সরকারি নথি ও তথ্য বাইরে ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে।
প্রসঙ্গত, রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) থেকে আলিয়া ভাট (Alia Bhatt), সাম্প্রতিককালে ডিপফেক ভিডিয়োর (Deepfake Video) শিকার হয়েছেন বলিউড তারকারা (Bollywood)। একের পর এক জনপ্রিয় তারকারদের (Bollywood Actress) এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেছিলেন তিনি।






















