Hathras Case LIVE Updates: হাথরসকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের

ঘরের মেয়েকে কেন দাহ করার অধিকারটুকু দিল না যোগী-প্রশাসন? তীব্র ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন নির্যাতিতার মায়ের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Oct 2020 09:05 PM

প্রেক্ষাপট

কানপুর: উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও তাঁর মৃত্যুর ঘটনায় আলোড়িত গোটা দেশ। ওই ঘটনার তদন্তে সিট গঠন করেছে যোগী আদিত্যনাথ সরকার।  আজ সিট-এর সদস্যরা নির্যাতিতার বাড়িতে...More

বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে, বললেন রাহুল, নির্যাতিতার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা প্রিয়ঙ্কার




যোগীর পুলিশের গলা ধাক্কা খেয়ে আগের দিন ফিরে গেলেও আজ হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল-প্রিয়ঙ্কা। প্রায় ২৫ মিনিট ধরে কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। নির্যাতিতার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা প্রিয়ঙ্কার। বললেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ উত্তরপ্রদেশ সরকার। নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভয় দেখাচ্ছে যোগীর পুলিশ। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বললেন রাহুল। যেভাবে নির্যাতিতাকে দাহ করা হয়েছে তা নিয়ে রাহুল-প্রিয়ঙ্কার কাছেও তীব্র ক্ষোভপ্রকাশ, বিচার চাই, বলল পরিবার। ডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাঁতর আবেদন। পাশে থাকার আশ্বাস রাহুল-প্রিয়ঙ্কার। হাথরসে নির্যাতিতার বাড়িতে রাহুল-প্রিয়ঙ্কাকে যাওয়ার অনুমতি দিল যোগী প্রশাসন। সঙ্গে গেলেন অধীর, বেণুগোপাল সহ ৩ জন। আটকে গেলেন কংগ্রেসের বাকি সাংসদরা।