নয়া দিল্লি: শুক্রবার রাজ্যে (West Bengal) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সকাল ১০টাতেই কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বিমানের এসে পৌঁছনোর কথা রয়েছে।  'বন্দে ভারত এক্সপ্রেস' (Vande Bharat Express)-এর উদ্বোধন সহ একাধিক রেল (Rail) প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Prime Minister)। এদিকে, বুধবারই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi)। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এ বছর জুন মাসেই ৯৯ বছর পূর্ণ করেন হীরাবেন।                 


আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন হীরাবেন। ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি তিনি। হাসপাতালের তরফে এ দিন বিবৃতি প্রকাশ করে হীরাবেনের স্বাস্থ্য কেমন, তা জানানো হয়। তাতে বলা হয়, 'এই মুহূর্তে হীরাবেন মোদির শারীরিক অবস্থা স্থিতিশীল'। তবে এখন কেমন আছেন তিনি? ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে বলা হয়েছে যে হীরাবেন মোদি একজন সুস্থ রয়েছেন। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।                                                                                              


 






মায়ের সঙ্গে নিবিড় টানের কথা বার বার উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখে। গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচারে গিয়ে সম্প্রতি মায়ের সঙ্গে দেখাও করে আসেন তিনি। সেই সময় যে ছবি সামনে এসেছিল, তাতে দেখা যায়, মায়ের সঙ্গে বসে চা পান করছেন মোদি। এর আগে, জুন মাসে মায়ের জন্মদিবনের অনুষ্ঠানেও যোগ দেন মোদি। শতবর্ষে পা রাখা মাকে শুভেচ্ছা জানান। হীরাবেনকে নিয়ে 'মা' শীর্ষক একটি ব্লগও লেখেন মোদি। এদিকে, শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আগামীকাল হাওড়া স্টেশনে আসবেন প্রধানমন্ত্রী। তার আগে অনুষ্ঠানস্থল পরিদর্শনে গেল বিজেপির প্রতিনিধিদল। দলে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিধায়ক ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। হাওড়া স্টেশনের ব্যবস্থাপনা ঘুরে দেখেন বিজেপি নেতা-নেত্রীরা।