৪৬-এ পড়েছেন হৃতিক, মা পিঙ্কি শেয়ার করলেন তাঁর ব্রেন সার্জারির ছবি
তাঁর প্রাক্তন স্ত্রী সুজানও পোস্ট করেছেন দুই ছেলের সঙ্গে হৃতিকের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহৃতিককে শেষ দেখা গিয়েছে ওয়ার ছবিতে, গত বছরের সব থেকে বড় হিট।
পিঙ্কির পোস্টে টাইগার শ্রফ লিখেছেন, স্ট্রংগেস্ট সুপারহিরো, আমার অনুপ্রেরণা! এই সব কথা জানানোর জন্য ধন্যবাদ পিঙ্কি আন্টি।
সেই চোখে কোনও ভয় ছিল না, উদ্বেগ ছিল না। আমি তাতে আমার ছায়া দেখতে পেয়েছিলাম, ওর সাহস আর মানসিক জোর আমার মধ্যেও পরিবর্তন এনেছিল। জীবনে এমন কোনও চ্যালেঞ্জ নেই ডুগ্গু যার মুখোমুখি হতে ভয় পেয়েছে আর হেরে গিয়েছে। ও মানসিকভাবে ভীষণ শক্তিশালী, চারপাশে যারা থাকে তাদেরই অনুপ্রেরণা জোগায়। আমার চোখে ভয় দেখে ও চোখ টিপেছিল আর ম্যাজিকের মত আমিও হেসে ফেললাম। আত্মবিশ্বাস ফিরে পেলাম, ও ঠিক হয়ে যাবে। ছবিগুলো দেখুন। অত বড় ব্রেন সার্জারি যার হতে চলেছে, তার মুখের ভাব কি কখনও এমন হতে পারে? যে ছোট্ট শিশুকে আমি ৯ মাস গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি, দুহাতে তুলে নিয়েছি, সে যেন আমাকে দোলনায় দোলাচ্ছিল আর সব শক্তি ও ভালবাসা ফিরিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে আমি ওকে কোটি কোটি আশীর্বাদ করেছিলাম।
কী হয়, যদি আপনি নিজে যা যা হতে চেয়েছিলেন, সেই শক্তি ও অনুপ্রেরণা আপনার চোখের সামনেই আপনার সন্তানের মধ্যে গড়ে ওঠে? ডুগ্গুর ব্রেন সার্জারি শুরু হওয়ার আগে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। বুক ধুকপুক করছিল, রক্তচাপ বেড়ে গিয়েছিল, শুধু ঠাকুরকে ডাকছিলাম, প্রচণ্ড উদ্বেগ ঘিরে ফেলেছিল আমাকে। ছেলে ওইরকম অসহায়ভাবে চিকিৎসকদের ভরসায় পড়ে রয়েছে, ঠিক যেন সবে জন্মেছে, যেদিন পৃথিবীতে প্রথম এসেছিল, সেদিনও ও রকম সুন্দর চোখদুটো মেলে ও দেখেছিল আমাকে।
তিনি লিখেছেন, আজ আমি কখনও না দেখা কিছু ছবি শেয়ার করছি। তবে হৃদয় ভারী হলেও কোনও দুঃখ নেই আমার, দুশ্চিন্তাও নেই। যে বিশাল ভালবাসা আছে তার জন্য আমার হৃদয় ভারী, ডুগ্গুর মা হওয়ার জন্য প্রতিটি রক্তবিন্দুতে রয়েছে ঈশ্বরের প্রতি বিপুল কৃতজ্ঞতা। আমরা সন্তানের চরিত্র তৈরি করি, সমর্থন করি, সাহস জোগাই ঠিকই কিন্তু যদি সন্তানের ভালবাসা, শক্তি ও সাহস বাবা মায়ের থেকে বেশি হয়ে যায়?
হৃতিক রোশনের গতকাল জন্মদিন ছিল। তাঁর অদেখা কিছু ছবি শেয়ার করলেন মা পিঙ্কি রোশন।
মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় ২০১৩ সালে ব্রেন সার্জারি হয় হৃতিকের। সেই ছবি পোস্ট করেছেন পিঙ্কি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -