নয়াদিল্লি: করোনা আবহে এখন অনলাইন ক্লাসই ভরসা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের উপর লেখাপড়ার চাপ কমাতে আইসিএসই এবং আইএসসি-র সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট। সিআইএসসিই-র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানো হয়েছে। সিআইএসসিই-র অফসিয়াল ওয়েবসাইট cisce.org এই ঠিকানায় গিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন পড়ুয়ারা।


কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই আইসিএসই এবং আইএসসি-র সিলেবাস কমানো হবে বলে ঠিক করা হয়েছে। তবে বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, লেখাপড়ার মানের সঙ্গে কোনও আপস করা হবে না। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কমানো হয়েছে সিলেবাস। গতকাল, দুটি বিজ্ঞপ্তি জারি করে বোর্ড। ইংরাজি সহ আর কোন কোন বিষয় থেকে সিলেবাস কমানো হচ্ছে তা বলা হয়েছে। তবে কোন কোন অংশ বাদ দেওয়া হবে তা এখনও জানানো হয়নি বোর্ডের তরফে। সিআইএসসিই-র অফসিয়াল ওয়েবসাইটে বিষয়ের নাম জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বোর্ড।


আইসিএসই-র ক্ষেত্রে কোন কোন বিষয়ে সিলেবাস কমানো হলো?


বোর্ড জানিয়েছে, ইংরাজি ও ভারতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, অর্থনীতিবিদ্যা, কমার্শিয়াল স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিকস অ্যাপ্লিকেশন, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, হোম সায়েন্স, শারীরবিদ্যা, যোগাসনের একাধিক অংশ কমানো হচ্ছে।


আইএসসি-র ক্ষেত্রে কোন কোন বিষয়ে সিলেবাস কমানো হলো?


ইংরাজি ও ভারতীয় ভাষা সহ ইতিহাস, ভূগোল, অ্যাকাউন্টস, কমার্স, অর্থনীতিবিদ্যা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, কম্পিউটার সায়েন্স, বায়োটেকনলজি, পরিবেশবিদ্যার বিভিন্ন অংশ কমানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।


দশম এবং দ্বাদশের একাধিক বিষয়ে সিলেবাস কমানো নিয়ে পর্যালোচনা করছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিষয়ের কোন কোন অংশ বাদ দেওয়া হল তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। দেশের সব স্কুলেই এই সিলেবাস মেনে পঠনপাঠনের নির্দেশ দিয়েছে বোর্ড।