রাঁচি: ঝাড়খণ্ডের এক হাসপাতালে জনৈক অন্তঃসত্ত্বা মহিলাকে তাঁর রক্ত পরিষ্কার করতে বলার অভিযোগ উঠেছে। কথা শোনার মত অবস্থায় না থাকায় তাঁকে জুতো দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শেষমেষ নিজের গর্ভস্থ শিশুকে হারিয়েছেন ওই মহিলা।
অভিযোগকারিণীর নাম রিজওয়ানা খাতুন। ৩০ বছরের রিজওয়ানা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে চিঠি লিখে বলেছেন, বৃহস্পতিবার বিকেল থেকে আচমকা তাঁর শরীর থেকে রক্তপাত হতে শুরু করে। তখন এমজিএম হাসপাতালে যান তিনি। অভিযোগ, সেখানে তাঁকে ধর্মপরিচয় নিয়ে অপদস্থ করা হয়, বলা হয়, তিনি করোনাভাইরাস ছড়াচ্ছেন, তাই মেঝেয় পড়ে থাকা রক্ত মুছে ফেলতে হবে। তিনি তখন কাঁপছিলেন ফলে তা করতে পারেননি। তাতে তাঁকে জুতো দিয়ে মারধর পর্যন্ত করা হয়। এরপর একটি নার্সিং হোমে যান তিনি, সেখানে গিয়ে জানতে পারেন, শিশুটি মারা গিয়েছে।
মুখ্য সচিব সুখদেব সিংহ বলেছেন, অভিযোগের তদন্ত করছেন তাঁরা। তদন্তের দায়িত্বে রয়েছেন ঝাড়খণ্ড পুলিশের এসএসপি।
ঝাড়খণ্ডের হাসপাতালে রক্ত পরিষ্কার করতে বলা হল অন্তঃসত্ত্বাকে, মারা গেল গর্ভস্থ শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2020 08:06 AM (IST)
মুখ্য সচিব সুখদেব সিংহ বলেছেন, অভিযোগের তদন্ত করছেন তাঁরা। তদন্তের দায়িত্বে রয়েছেন ঝাড়খণ্ড পুলিশের এসএসপি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -