নয়া দিল্লি: আজ ভারতের (India) স্বাধীনতার (Independence Day) ৭৫ বর্ষপূর্তি। ১৩ অগাস্ট থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল 'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) প্রচার। গত এক বছর ধরে দেশে চলেছিল 'আজাদি কি অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)। এদিন লালকেল্লায় পতাকা উত্তোলনের (Flag Hoist) পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানালেন 'পঞ্চসংকল্প'র কথা।
নরেন্দ্র মোদির কথায়, 'আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরে ৫ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা। পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা।"
আরও পড়ুন, ‘নতুন সংকল্প, উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে’, স্বাধীনতা দিবসে বার্তা মোদির
এই উপলক্ষে মোদি এদিন 'পঞ্চ সংকল্প' এর কথা ঘোষণা করেন।
কী এই পঞ্চ-সংকল্প?
প্রথম সংকল্প- বিকশিত ভারত
দ্বিতীয় সংকল্প- দাসত্ব থেকে মুক্তি
তৃতীয় সংকল্প- উত্তরাধিকার নিয়ে গর্ব
চতুর্থ সংকল্প- ঐক্যবদ্ধ থাকতে হবে
পঞ্চম সংকল্প- নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে।
আর কী কী বলেছেন প্রধানমন্ত্রী?
- ৭৫ বছর পর লালকেল্লা থেকে মেক ইন ইন্ডিয়া তোপধ্বনি শোনা গেল
- মেক ইন ইন্ডিয়া সরকারি পরিকল্পনা নয়, এ এক আন্দোলন
- এই দশক প্রযুক্তির, ভারত এই দশকের
- আগামী ২৫ বছরে উন্নত দেশ হবে ভারত
- বড় সংকল্প নিয়ে এগোলে স্বপ্নপূরণ হবেই