India 74th Republic Day Live Updates: দেশজুড়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন, কর্তব্যপথে উপস্থিত প্রধানমন্ত্রী, রেড রোডে মমতা

Happy Republic Day 2023: নামকরণের পর এই প্রথম বার কর্তব্যপথে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ হতে চলেছে।

ABP Ananda Last Updated: 26 Jan 2023 09:08 PM
 Republic Day Live: কুচকাওয়াজে অংশগ্রহনে স্কুল পড়ুয়ারা

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহনে স্কুল পড়ুয়ারা।

Republic Day Live Updates: দেশজুড়ে কড়া নজরদারি

প্রজাতন্ত্র দিবসের জন্য দেশজুড়ে কড়া নজরদারি। 

 Republic Day Live: দেশজুড়ে পালিত প্রজাতন্ত্র দিবাস







আজ প্রজাতন্ত্র দিবস ঘিরে সমারোহ দেশে। গতকাল থেকেই সাজো সাজো রব বিভিন্নপ্রান্তে। রাজধানী দিল্লিতে রাজকীয় মহড়ার মাঝে, ভারতে পা রাখলেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি। 


Republic Day Live Updates: পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর







রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


 Republic Day Live: দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো

 দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো। এবারের থিম দুর্গাপুজো। সঙ্গে হচ্ছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। সংবাদ সংস্থা এএনআই সেই ছবি টুইট করেছে।

Republic Day Live Updates: বাংলায় হাতেখড়ি রাজ্যপালের

সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের। 

 Republic Day Live: প্রজাতন্ত্র দিবসে আকাশ পথে ৫০ টি উড়ান

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। আকাশ পথে ৫০ টি উড়ান। সেই ছবি দিয়ে টুইট করছে এএনআই সংবাদ সংস্থা।

Republic Day Live Updates: প্রজাতন্ত্র দিবসে আটারি-ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট

আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস। আটারি-ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট।

Republic Day 2023 Live: কর্তব্যপথের উপর দিয়ে উড়ে গেল যুদ্ধবিমান তেজস থেকে রাফাল

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। রাজধানীর কর্তব্য পথে প্রথম বার অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। তিন বাহিনীর অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ইজিপ্টের প্রেসিডেন্ট। কর্তব্যপথের উপর দিয়ে উড়ে গেল যুদ্ধবিমান তেজস থেকে রাফাল। প্রদর্শিত হয় দেশের সেনাবাহিনীর ক্ষমতা।  ২ বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিল বাংলার ট্যাবলো। এবারের থিম দুর্গাপুজো। 

Republic Day Live Updates: প্রজাতন্ত্র দিবসে মিষ্টি বিনিময় বিএসএফ-র

প্রজাতন্ত্র দিবসে মিষ্টি বিনিময় বিএসএফ এবং বিজিবি-র সঙ্গে। রইল সংবাদ সংস্থা এএনআই ইতিমধ্যেই সেই ছবি টুইট করেছে। 






 

 Republic Day Live Updates: প্রজাতন্ত্র দিবসে আকাশ পথে ৫০ টি উড়ান

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। আকাশ পথে ৫০ টি উড়ান। সেই ছবি দিয়ে টুইট করছে এএনআই সংবাদ সংস্থা।

Republic Day Live Updates: সিভিল ডিফেন্স কর্মীদের রাষ্ট্রপতির পদক ঘোষণা

স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স কর্মীদের রাষ্ট্রপতির পদক ঘোষণা করেছে ।

 Republic Day Live Updates: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো

 দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো। এবারের থিম দুর্গাপুজো। সঙ্গে হচ্ছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। সংবাদ সংস্থা এএনআই সেই ছবি টুইট করেছে।






 

Republic Day Live Updates: কর্তব্য পথে কুচকাওয়াজ,উপস্থিত প্রধানমন্ত্রী

কর্তব্য পথে কুচকাওয়াজ, উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

Republic Day Live Updates: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইট করল সংবাদ সংস্থা এএনআই।






 

Republic Day Live Updates: পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Republic Day Live Updates: ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণ প্রধানমন্ত্রীর। রইল এএনআই টুইট।





Republic Day Live Updates: রাজ্য সরকারের ট্য়াবলোর থিম দুর্গাপুজো

কলকাতাতেও ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন। কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। রাজ্য সরকারের ট্য়াবলোর থিম দুর্গাপুজো। এছাড়াও যুব কল্যাণ দফতর ও রাজ্য। পুলিশের ট্য়াবলো থাকছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সমরাস্ত্র প্রদর্শন করবে সেনাবাহিনী। কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা। রেড রোডে মোতায়েন রয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী।  

Republic Day Live Updates: জাতীয় পতাকা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। রইল এএনআই টুইট।






 

Republic Day Live Updates: জাতীয় পতাকা উত্তোলন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

জাতীয় পতাকা উত্তোলন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। সেই ছবি টুইট করেছে এএনআই সংবাদ সংস্থা।





Republic Day Live Updates: কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতাতেও ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন। কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Republic Day 2023 Live Updates: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তা দিল্লিতে

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বরাবরের মতো এ বারও দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্যই ৬ হাজার সেনা নামানো হয়েছে।

Republic Day Live Updates: আজ প্রজাতন্ত্র দিবস ঘিরে সমারোহ দেশে

আজ প্রজাতন্ত্র দিবস ঘিরে সমারোহ দেশে। গতকাল থেকেই সাজো সাজো রব বিভিন্নপ্রান্তে। রাজধানী দিল্লিতে রাজকীয় মহড়ার মাঝে, ভারতে পা রাখলেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি। 

Republic Day 2023 Live Updates: বীরত্ব পুরস্কারের মধ্যে মাওবাদী অধ্যুষিত এলাকার কর্মীরাও

পিআইবি সূত্রে এই খবর জানানো হয়েছে, ১৪০টি বীরত্ব পুরস্কারের মধ্যে মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে ৮০ জন কর্মী এবং জম্মু ও কাশ্মীরের ৪৫ জন কর্মীকে পুরস্কৃত করা হচ্ছে।

Republic Day Live Updates: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের ও বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশকর্মীকে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ১৪০ জন বীরত্বের জন্য পুলিশ পদক পাচ্ছেন ৷ ৯৩ জন রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন। ৬৬৮ জন প্রংশসনীয় দেশের সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন।                                                        

Republic Day 2023 Live Updates: সংবিধান রচয়িতারাই ভারতের পথ প্রদর্শক, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দরিদ্র, অশিক্ষিত দেশের পরিচয় কাটিয়ে বিশ্ব দরবারে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারত। সংবিধান রচয়িতারা দূরদর্শিতার পরিচয় না দিলে, আমাদের পথ না দেখালে, তা সম্ভব হতো না: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


 

Republic Day Live Updates: ৭৪তম প্রজাতন্ত্র দিবসে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অর্থনৈতিক ভাবে অনিশ্চয়তায় ডুবে গোটা বিশ্ব। তার মধ্যেও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ ভারতের। অতিমারিতে দেশের দরিদ্র-দুঃস্থ মানুষদের মুখে অন্ন জুগিয়েছে দেশের সরকার। তাঁদের নিরাপত্তার আশ্বাস জুগিয়েছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


 

প্রেক্ষাপট

আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস (Happy Republic Day 2023)। উদযাপনে শামিল গোটা দেশ (India 74th Republic Day Live Updates)। এই বিশেষ দিনে কার্যত সাজ সাজ রব দিল্লির সাবেক রাজপথ তথা অধুনা কর্তব্যপথে। ব্রিটিশ আমলের রাজপথের নয়া নামকরণই হয়নি শুধুমাত্র, নতুন করে ঢেলে সাজানোও হয়েছে কর্তব্য়পথকে। নামকরণের পর এই প্রথম বার কর্তব্যপথে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ হতে চলেছে। এ বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে এসেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতে আল-সিসি (Abdel Fattah El-Sisi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমন্ত্রণে দিল্লি এসে পৌঁছেছেন তিনি।


আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) নেতৃত্বে কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের উদযাপন। সকাল সাড়ে ১০টায় মহা সমারোহে শুরু হবে কুচকাওয়াজ। সেখানে দেশের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হবে ভারতের সাংস্কৃতিক বৈচিত্রও। বিরতি কাটিয়ে ফের বাংলার ট্যাবলো ফিরছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। ইউনেস্কোর থেকে আন্তর্জাতিক স্বীকৃতির পর এ বার বাংলার ট্যাবলো দেবী দুর্গাকে নিয়েই। 


প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বরাবরের মতো এ বারও দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্যই ৬ হাজার সেনা নামানো হয়েছে। কর্তব্যপথ মুড়ে ফেলা হয়েছে হাই রেজলিউশনের প্রায় ১৫০ সিসি ক্যামেরায়। এ বারে প্রজাতন্ত্র দিবসে মিশরের সশস্ত্র বাহিনীও ভারতীয় সেনার সঙ্গে কুচকাওয়াজে অংশ নেবে। তাতে মিশরের ১৪৪ জন সৈনিক থাকবে, মিশরীয় সেনার ১৪৪টি শাখার প্রতিনিধি হিসেবে। 


এ বারের প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, স্বাধীনতার ৭৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্যম, উদ্দীপনা, দেশভক্তি এবং জনগণের সার্বিক যোগদানকে তুলে ধরতে চাইছেন। এ বারের প্রজাতন্ত্র দিবসে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭টি এবং বিভিন্ন মন্ত্রকের ৬টি ট্যাবলো থাকছে। তাতে নয়া ভারতের আধুনিক রূপকেই তুলে ধরা হবে, যার মধ্যে থাকছে স্বদেশি ক্ষমতা, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.