পায়েল মজুমদার, কলকাতা: আর একটা দিন। তার পরেই আবির, জলরং, মটকড়াই, মিষ্টির ডালা নিয়ে রে রে করে দোল (holi 2023) খেলতে নামবেন আট থেকে আশি সকলেই। বাড়িতে পূর্ণিমার শাঁখ বাজবে। ঠান্ডাইয়ের আসরে তৈরি হবে নতুন মজার স্মৃতি। পূর্ব থেকে পশ্চিম ভারত, রাজ্য ও সংস্কৃতি ভেদে উদযাপনের মেজাজ বদলে যাবে ঠিকই। কিন্তু উৎসব হবে। যদিও কেরলের (Kerala) ক্ষেত্রে দোলপূর্ণিমার অর্থ বেশ আলাদা। 'ঈশ্বরের আপন দেশে' এই উৎসব নিয়ে সার্বিক মাতামাতি কম। 


'উকুলি' (Ukuli) বা 'মঞ্জল কুলি'...
আরব সাগরের পাড় ঘেঁষা, দক্ষিণ ভারতের এই অপূর্বসুন্দর রাজ্যে সার্বিক ভাবে দোল খেলা নিয়ে তেমন মাতামাতি নেই। তবে কয়েকটি নির্দিষ্ট সম্প্রদায় এই উৎসবে অংশ নেন। এঁদের মধ্যে গৌড় সারস্বত ব্রাহ্মণ-সহ বেশ কিছু কোঙ্কনি সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। তাঁদের কাছে 'হোলি' আসলে 'উকুলি' বা 'মঞ্জল কুলি'।


কী হয়?
দোলপূর্ণিমা উপলক্ষ্যে মন্দিরে পুজার্চনা 'উকুলি' বা 'মঞ্জল কুলি'  উদযাপনের অন্যতম অংশ। চার দিন ধরে উদযাপন চলে। কুদুম্বি সম্প্রদায়ের প্রায় ১০ লক্ষ মানুষ রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ২০টি মন্দিরে এই উৎসব উপলক্ষ্যে পুজার্চনা করেন। ইতিহাস বলছে,কুদুম্বি সম্প্রদায় আদতে গোয়ার বাসিন্দা। কিন্তু পর্তুগিজদের হাতে অত্যাচারিত হয়ে এঁরা একসময়ে কেরল পালিয়ে আসেন। সঙ্গে নিয়ে আসেন  হোলি উদযাপনের নিজস্ব সংস্কৃতি। তাঁদের দুহাত বাড়িয়ে অভ্যর্থনা জানান কোচি-র তৎকালীন রাজা। সেই থেকে কেরলের সংস্কৃতিতে মিশে গিয়েছেন ওঁরা। এসেছে হোলি উদযাপনও। 


রীতি...
কুদুম্বি সম্প্রদায়ের জন্য় যে মন্দিরগুলি এর্নাকুলামে রয়েছে, তার বেশ কয়েকটিতে এই উৎসবে একটি রীতি পালন করা হয়। অশুভ শক্তির উপর দেবী দুর্গার জয়ের আখ্যান মনে রেখে একটি সুপুরি বাদাম গাছ কেটে মন্দিরে নিয়ে আসা হয়। আবার ত্রিশূরের কিছু মন্দিরে কাদা দিয়ে কুমিরের মূর্তি গড়াও এই উদযাপনের অংশ। কুদুম্বিদের বিশ্বাস, তাঁরা যখন বিপদে পড়েছিলেন তখন ঈশ্বর কুমিরের বেশে এসেই তাঁদের সাহায্য করেন। উদযাপনের দ্বিতীয় দিন এই সম্প্রদায়ের মানুষ একে অন্যের দিকে হলুদ মেশানো জল ছেটান। কেরলের বাদ্যযন্ত্রের সঙ্গে নেচে ওঠাও এই উদযাপনের অন্যতম রীতি। এর নাম 'মঞ্জক্কুলি'। উত্তর তথা পূর্ব ভারত যখন আবির ও জলরঙের খেলায় মেতে ওঠে, তখন কেরলের কুদুম্বি সম্প্রদায়ের বাসিন্দাদের আনন্দের রং হয়ে ওঠে হলুদ। 
উৎসব চলে।  নানা রূপে, নানা মতে। ঈশ্বরের আপন দেশে তার মেজাজটা শুধু আলাদা।