নিউ দিল্লি : করোনা আবহে দেশজুড়ে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট। এই অবস্থার মোকাবিলায় জাতীয় টাস্ক ফোর্স গঠন করে দিল সুপ্রিম কোর্ট। এই কমিটি সমগ্র দেশে অক্সিজেনের চাহিদা ও বিতরণের বিষয়টি দেখবে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই টাস্ক ফোর্স গঠন করে দেয়। তাতে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসা বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা রয়েছেন। এর আহ্বায়ক হিসাবে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সচিব। এই টাস্ক ফোর্স বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধের জোগান এবং ভবিষ্যতে জরুরি অবস্থার প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখবে।
কারা থাকছেন এই টাস্ক ফোর্সে ?
সুপ্রিম কোর্ট যে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে তাতে রয়েছেন...
১) চিকিৎসক ভবতোষ বিশ্বাস। তিনি কলকাতায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সের প্রাক্তন ভাইস চ্যান্সেলর।
২) চিকিৎসক দেবেন্দর সিং রাণা। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারপার্সন।
৩) চিকিৎসক দেবীপ্রসাদ শেট্টি। বেঙ্গালুরুর নারায়ণা হেল্থ কেয়ারের চেয়ারপার্সন ও এক্সিকিউটিভ ডিরেক্টর।
৪) চিকিৎসক গগনদীপ কঙ্গ। তিনি তামিলনাড়ুর ভেলোরের খ্রিশ্চান মেডিক্যাল কলেজের অধ্যাপক।
৫) চিকিৎসক জে ভি পিটার। তামিলনাড়ুর ভেলোরের খ্রিশ্চান মেডিক্যাল কলেজের অধিকর্তা।
৬) চিকিৎসক নরেশ ত্রেহান। গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল ও হেল্থ ইনস্টিটিউটের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর।
৭) চিকিৎসক রাহুল পণ্ডিত। মুলুন্দ(মুম্বই) ও কল্যাণের (মহারাষ্ট্র) ফর্টিস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ICU-র অধিকর্তা।
৮) চিকিৎসক সুমিত্রা রাওয়াত। দিল্লির স্যার সঙ্গারাম হাসপাতালের সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের চেয়ারম্যান ও হেড।
৯) চিকিৎসক শিব কুমার সারিন। তিনি দিল্লির ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সের অধিকর্তা এবং হেপাটোলজি বিভাগের সিনিয়র অধ্যাপক ও প্রধান।
১০) চিকিৎসক জারির এফ উড়ওয়াড়িয়া। তিনি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ও পার্সি জেনারেল হাসপাতালের কনসালট্যান্স চেস্ট ফিজিসিয়ান।
১১) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব(এক্স অফিসিও মেম্বার)।