India Pakistan Tension: সীমান্তের গ্রামে অশান্তি অব্যাহত, সাধারণ নাগরিকদেরই বারবার নিশানা পাকিস্তানের
India Pakistan Conflict: বেশিরভাগ এলাকা খালি করে নাগরিকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলার লাগাতার যোগ্য জবাব দিচ্ছে নিরাপত্তাবাহিনীও।

India Pakistan Tension: পহেলগাঁও হামলার জবাবে ভারত 'অপারেশন সিঁদুর'- এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। বেছে বেছে জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করেছিল ভারত। পাকিস্তানের সামরিক পরিকাঠামো কিংবা সাধারণ নাগরিক, কাউকেই নিশানা করা হয়নি। অথচ ভারতের প্রত্যাঘাতের পর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক এলাকায় সাধারণ নাগরিকদেরই নিশানা করছে পাকিস্তান। পুঞ্চ, রাজৌরি, কুপওয়াড়া, উরি, জম্মু, শ্রীনগর, ফিরোজপুর, বারমেঢ়, ভূজ, সীমান্ত লাগোয়া পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাতের বিভিন্ন অংশ - সর্বত্র অবাধে গুলিবৃষ্টি করছে পাকিস্তান। নাগাড়ে চলছে গোলাবারুদ বর্ষণ। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘরের। আহত হয়েছেন অনেক সাধারণ নাগরিক। আমআদমির মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বেশিরভাগ এলাকা খালি করে নাগরিকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলার লাগাতার যোগ্য জবাব দিচ্ছে নিরাপত্তাবাহিনীও। অনেক জায়গাতেই মিলেছে ড্রোনের ধ্বংসাবশেষ। সেগুলি থেকে স্পষ্ট যে পাকিস্তানের ড্রোন হামলা রুখতে সক্ষম হয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। তবে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে পাকিস্তানের তরফে গোলাবারুদ বর্ষণ থামছেই না। নতুন করে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। দেখা দিয়েছে ধোঁয়াও।
#WATCH | Jammu & Kashmir | Loud explosions heard in Rajouri.
— ANI (@ANI) May 10, 2025
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/0ErvjlyxWS
#WATCH | Jammu & Kashmir | Houses and property damaged in Rajouri region after a continuous series of explosions pic.twitter.com/e12Yy67wbh
— ANI (@ANI) May 10, 2025
#WATCH | Jammu & Kashmir | Continuous explosions are audible in the Poonch area.
— ANI (@ANI) May 10, 2025
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/kT3oqKAkIY
#WATCH | Loud explosions are being heard in Poonch area of Jammu and Kashmir.
— ANI (@ANI) May 10, 2025
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/VkjzgY8jYc
#WATCH | Jammu & Kashmir | Smoke is seen rising after a loud explosion in Rajouri.
— ANI (@ANI) May 10, 2025
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/FL9SrAk9Lk
#WATCH | J&K: Houses and water tanks in civilian areas in Poonch suffer massive damage due to heavy shelling by Pakistan. pic.twitter.com/YjKKvaG5OI
— ANI (@ANI) May 10, 2025
জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে পাকিস্তানের তরফে লাগার গোলাবর্ষণে নিহত হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের এক সরকারি আধিকারিক। এক্স মাধ্যমে এই কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত, সেকথাও জানিয়েছেন। মৃত্যুর একদিন আগেও অনলাইনে ওমর আবদুল্লার সঙ্গে ওই সরকারি আধিকারিক অনলাইন মিটিং করেছেন বলেও এক্স পোস্টে উল্লেখ করেছেন জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী।
পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। ভারতের প্রত্যাঘাতে রাওয়ালপিণ্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত। চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেসেও ক্ষয়ক্ষতি। ইসলামাবাদ, লাহোরে বিস্ফোরণের শব্দ। ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, দাবি পাক সরকারের, অসমর্থিত সূত্রে খবর। পাক ড্রোন হামলার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরের একটা অংশে প্রত্যাঘাত ভারতের। POK-র নীলম ভ্যালি ও শিয়ালকোটে প্রবল প্রত্যাঘাত ভারতীয় সেনার। হরিয়ানার সিরসায় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত, অসমর্থিত সূত্রে খবর। শ্রীনগর, আখনুর, উধমপুরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ, অসমর্থিত সূত্রে খবর।

























