চেন্নাই: আগামী ৫ মার্চ নতুন জিও ইমেজিং স্যাটেলাইট (জিস্যাট-১) উৎক্ষেপণ করতে চলেছে ভারত। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি-এফ১০) রকেটে চেপে ওই উপগ্রহ মহাকাশে পাড়ি দবে। এটি জিএসএলভি-র ১৪তম উৎক্ষেপণ।
২,২৭৫ কেজির জিস্যাট-১ এই মুহূর্তে দেশের সর্বাধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট। উৎক্ষেপণের পর উপগ্রহটিকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে প্রতিস্থাপন করা হবে। পরে, নিজস্ব প্রোপালসান সিস্টেমের সাহায্যে তা চূড়ান্ত জিওস্টেশনারি অরবিটে পৌঁছে যাবে।