নয়াদিল্লি: আরব সাগরের তীরে জমজমাট বিধানসভার লড়াই। ১৪ ফেব্রুয়ারি গোয়া (Goa) ভোট, সরগরম রাজনীতির অন্দর। এবার কে বসতে চলেছেন গোয়ার (Goa) মসনদে - কংগ্রেস (Congress) নাকি বিজেপি (BJP)? কেমনই বা ফল করবে আপ ও তৃণমূল কংগ্রেস? তা নিয়ে জোর চর্চা চলছেই।
উল্লেখ্য, গোয়া বিধানসভায় রয়েছে ৪০টি আসন। ম্যাজিক ফিগার ২১। ২০১৭-র বিধানসভা নির্বাচনে ১৭টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস, গেরুয়া শিবির জিতেছিল ১৩টিতে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল বাকি ১০টি আসন। কম আসন থাকা সত্ত্বেও গোয়ায় সরকার গঠনে সফল হয় বিজেপি। সাহায্য নেয় আঞ্চলিক দলগুলির থেকে।
এই মুহূর্তে গোয়ায় বিজেপির সঙ্গে রয়েছেন ২৭ জন বিধায়ক, কংগ্রেসের চার জন এবং গোয়া ফরওয়ার্ড পার্টির তিন জন। এ ছাড়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একজন এবং এমজিপি-র একজন বিধায়ক রয়েছেন। নির্দল জনপ্রতিনিধি রয়েছেন তিনজন। এই পরিস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি এখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এক দফাতেই ভোট হবে ছোট এই রাজ্যে।
এ দিকে বঙ্গ জয়ের হ্যাটট্রিকের পর সম্প্রতি গোয়াতেও রাজনৈতিক তত্পরতা বাড়িয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল। আগেই তৃণমূলের জোট পত্রপাঠ খারিজ করেছে কংগ্রেস। কিন্তু গোয়ার মানুষ কী বলছেন? গোয়ানিজরা চাইছেন কাকে? তা নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। দেখে নেওয়া যাক কী বলছে এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা।
এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা (ABP News-CVoter Survey) অনুযায়ী এবার গোয়া নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি পেতে পারে প্রায় ৩০ শতাংশ ভোট।প্রায় ২৪ শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস-GFP জোট। ২৪ শতাংশ ভোট যেতে পারে আম আদমি পার্টির পক্ষেও। এ ছাড়াও তৃণমূল ও MGP জোটের ঝুলিতে প্রায় ৮ শতাংশ। এবং অন্যরা প্রায় ১৪ শতাংশ ভোট পেতে পারে বলে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত।
ডিসক্লেমার : ১১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ৫ রাজ্যে ১ লক্ষ ৩৬ হাজার ৫৭৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।