হায়দরাবাদ:  মদের দাম বেড়েছে! 'কুছ পরোয়া নেহি'। রাজ্যে বিজেপি (Andhra Pradesh BJP) এক কোটি একেবারে জলের দরে বিক্রি হবে মদ! এমনই আজব প্রতিশ্রুতি অন্ধ্রপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি সোমু ভীরাজুর। তিনি বলেছেন, বিজেপি যদি রাজ্যে ১ কোটি ভোট পায় তাহলে ৭৫ টাকা দামে মদ দেওযা হবে। এখানেই শেষ নয়। এরপরও যদি রাজস্ব বাকি থাকে, তা হলে মদের দাম ৫০ টাকায় নামিয়ে আনা হবে।  বিজয়ওয়াড়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সোমু ভীরাজু বলেছেন, বিজেপিকে ভোট দিন, আমরা ৭৫ টাকায় মদ বিক্রি করব। রাজস্ব পরিস্থিতির আরও উন্নতি হলে, আমরা আপনাদের ৫০ টাকায় মদ বিক্রি করা হবে।


 






সোমু ভীরাজুর অভিযোগ, রাজ্যের শাসক দলের নেতাদের যোগসাজশে নিম্নমানের মদ চড়া দামে বিক্রি করা হচ্ছে।


বিজেপি রাজ্যের শাসক দল ওয়াইএসআইসিপি এবং বিরোধী টিডিপি-কে একইসঙ্গে আক্রমণ করেছে। বিজেপির অভিযোগ, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় পারিবারিক শাসন চলছে। বিজেপি নেতৃত্ব ভোটারদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।


বিজেপি রাজ্য সভাপতি সস্তায় মদ পেতে ২০২৪-র বিধানসভা নির্বাচনে লোকজনকে বিজেপিকে ভোট দিতে বলেছেন। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার মদে অতিরিক্ত শুল্ক কমাতে নির্দেশিকা জারি করেছে। এক্ষেত্রে দেশে তৈরি ও বিদেশি- ব্র্যান্ডের মদে ১৫ থেকে ২০ শতাংশ দাম কমেছে।  লকডাউন পরবর্তী পর্বে এর আগে মদের বিক্রি কমাতে রাজ্য সরকার মদের দাম ৭৫ শতাংশ বাড়িয়ে দিয়েছিল।