নয়াদিল্লি: ঘুরপথে কোটি কোটি টাকা বার করে নেওয়ার অভিযোগ ছিল। তা নিয়ে লাগাতার চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন অনিল অম্বানী (Anil Ambani)। রিলায়্যান্স (Reliance Group) পাওয়ার অ্যান্ড রিলায়্যান্স ইনফ্র্যাস্ট্রাকচার সংস্থার ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন তিনি। শুক্রবার ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন। বাজার নিয়ন্ত্র সংস্থা সেবি (SEBI) আগেই জানিয়েছিল, তাদের কাছে নথিভুক্ত কোন সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না অনিল। তার জেরেই পদ ছাড়তে হল তাঁকে।


রিলায়্যান্সের বিবৃতি


শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে রিলায়্যান্স পাওয়ারের তরফে লিখিত বিবৃতি জমা দিয়ে অনিলের প্রস্থানের কথা জানানো হয়। বলা হয়, ‘সেবি-র নির্দেশ মেনে অনিল ধীরুভাই অম্বানী রিলায়্যান্স পাওয়ারের নন-একজিকিউটিভ পদ থেকে ইস্তফা দিয়েছেন’। শুধু ডিরেক্টরের পদ থেকেই নয়, সংস্থার বোর্ড থেকেও অনিল সরে দাঁড়িয়েছেন বলে বম্বে স্টক এক্সচেঞ্জে জানায় রিলায়্যান্স পাওয়ার।


ঘুরপথে টাকা সরানোর অভিযোগ


এ বছর ফেব্রুয়ারি মাসে রিলায়্যান্স হোম ফাইনান্স লিমিটেড, অনিল এবং অন্য তিন জনের বিরুদ্ধে ঘুরপথে বাজার এবং সংস্থার কোষাগার থেকে কোটি কোটি টাকা বার করে নেওয়ার অভিযোগ তোলে সেবি (Siphoning off Funds)। সেই সময়ই জানিয়ে দেওয়া হয় যে, সেবি-র কাছে নথিভুক্ত কোনও সংস্থার সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকতে পারবেন না অনিল। সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা কোনও সংস্থায়ও থাকতে পারবেন না তিনি।


আরও পড়ুন: Fuel Price Hike: পাঁচ দিনে এই নিয়ে চতুর্থ বার, ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের, পকেটে টান মধ্যবিত্তের


সেই নিয়ে এত দিন টানাপোড়েন চলছিল। অবশেষে শুক্রবার পদ থেকে সরে দাঁড়ালেন অনিল। তাঁর পরিবর্তে রাহুল সরিনকে রিলায়্যান্স পাওয়ার এবং রিলায়্যান্স ইনফ্রা সংস্থার অতিরিক্ত ডিরেক্টরের পদে নিযুক্ত করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য স্বাধীন ভাবে তিনি কাজ করতে পারবেন। তবে অনিলকে তাঁর অবদানের জন্যও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী অর্থবর্ষে ঋণের বোঝা ঝেড়ে ফেলে সংস্থা ফের মাথা তুলে দাঁড়াবে বলে আশাবাদী সকলে।