New ATM Rules: এটিএম থেকে টাকা তুলতে মানতে হয় ব্যাঙ্কের নির্দেশিকা। বিনামূল্যে টাকা তোলার সীমা অতিক্রম করলেই দিতে হয় অতিরিক্ত টাকা। সম্প্রতি সেরকমই একটি বার্তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গ্রাহকদের মধ্যে। কী লেখা হয়েছে সেই বার্তায় ?


RBI Rules: কী নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক ?
ব্যাঙ্কের সুবিধার্থে সময়ে-সময়ে সার্ভিস চার্জে পরিবর্তন ঘটায় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।  সেই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে অফিশিয়াল ওয়েবসাইটে কোনও ধরনের পরিবর্তন হলেই তথ্য দেয় ব্যাঙ্কগুলি। আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হতে শুরু করেছে এমনই একটি মেসেজ। ডিজিটালাইজেশনের যুগে এই বার্তা ঠিক না ভুয়ো তা বুঝতে পারছেন না গ্রাহকরা। 


ATM Rules: কী মেসেজ সোশ্যাল মিডিয়ায় ?
সম্প্রতি এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে বলা হয়েছে, এবার এটিএম থেকে মোট ৪বার টাকা তোলার পরে, গ্রাহকদের প্রতি লেনদেনে মোট ১৭৩ টাকা দিতে হবে। যা শুনে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে গ্রাহকদের মনে।


PIB Fact Check: সত্য না মিথ্যে রয়েছে বার্তা ?
পিআইবি টুইট করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বার্তায় দাবি করা হচ্ছে, এটিএম থেকে ৪ বারের বেশি টাকা তুললে অ্যাকাউন্ট থেকে ১৭৩ টাকা কেটে নেওয়া হবে। ফ্যাক্ট চেক করে পিআইবি জানিয়েছে, এই দাবি ভুয়ো। আপনার ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেন করা যেতে পারে। এর পরে, প্রতি লেনদেনে সর্বাধিক ২১ টাকা বা যদি কোনও ট্যাক্স থাকে তবে তা আলাদাভাবে দিতে হবে।


ATM Rules: এটিএম থেকে টাকা তোলার জন্য কত টাকা কাটে ?
নিয়ম অনুযায়ী, প্রতি মাসে ৫টি লেনদেনে আপনাকে কোনও চার্জ দিতে হবে না। এর পরে টাকা তুললে আপনাকে ২১ টাকা চার্জ দিতে হবে। এর সঙ্গে ট্যাক্স যুক্ত হবে। মনে রাখবেন, সব নন-ফিন্যান্সিয়াল লেনদেনে কোনও চার্জ লাগে না। ব্যালেন্স চেক করা থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট বা পিন পরিবর্তন করা পর্যন্ত কিছুতেই টাকা কাটে না ব্যাঙ্ক। ৬টি মেট্রো শহরে (মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদ) ৩টি লেনদেন (ফিন্যান্সিয়াল, নন-ফিন্যান্সিয়াল) বিনামূল্যে করতে পারবেন। তার উপরে আর্থিক লেনদেনে একটি ফি দিতে হবে গ্রাহককে।


ATM Charge: মেট্রো শহরের বাইরে কী নিয়ম ?
নন-মেট্রো শহরগুলিতে গ্রাহকরা বিনামূল্যে ৫টি এটিএম লেনদেন করতে পারবেন। এরপরে মেট্রো শহরগুলিতে আর্থিক লেনদেনের জন্য প্রতি লেনদেনে ২১ টাকা ও নন-ফিন্যান্সিয়াল লেনদেন হিসাবে ৮.৫০ টাকা দিতে হবে। এমন পরিস্থিতিতে লেনদেন ফি হিসেবে ১৭৩ টাকা নেওয়ার ভাইরাল মেসেজ পুরোটাই মিথ্যে।


আরও পড়ুন : Traffic Challan: কোন ট্রাফিক নিয়ম ভাঙলে কত টাকা জরিমানা ? আগে থেকেই সতর্ক হোন