কলকাতা : ৮ নভেম্বর। অর্থাৎ কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব। চার দিনের এই উৎসবের আজ ১০ নভেম্বর মূল দিন। আজকেই দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন।
আরও পড়ুন ; বিহার থেকে বাংলা, মুম্বই, করোনা আবহেই ছটপুজোয় ধরা পড়ল উপচে পড়া ভিড়ের ছবি
উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে ছট উৎসব পালিত হয়। এরাজ্যেও বিভিন্ন প্রান্তে এই উৎসব উদযাপন করা হয়। ছট উৎসবের প্রধান দিনে কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে । সেদিকে নজরপাত করা যাক...
ছট পুজোর সময় এই ভুলগুলি করবেন না...
- কার্তিক মাসের ষষ্ঠ দিনে ছটের প্রধান উপবাস রাখা হয়। এই দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া হয়। পূজার নৈবেদ্য বা পুজোর সময় হাত একেবারে পরিষ্কার রাখতে হবে। এমনকী পরিষ্কার কাপড় পরিধান কতে হবে।
- ছট উৎসবে একটা কথা মনে রাখবেন, সূর্যকে অর্ঘ্য নিবেদনের জন্য প্লাস্টিক, রূপা বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না। এছাড়াও, মনে রাখবেন বাড়িতে ব্যবহৃত গ্লাস এবং লোটাও এই সময়ে ব্যবহার করা উচিত নয়।
- উপবাসের সময় শুধু শরীরই নয়, মনকেও পবিত্র করতে হবে। তাই এই দিনে কাউকে অশ্লীল শব্দ ব্যবহার করবেন না। কারও প্রতি কোনও প্রকার খারাপ উদ্দেশ্য রাখবেন না।
- এই দিনে সাত্ত্বিকতায় বিশেষ যত্ন নিন। ছট-এর সময় ঘর থেকে রসুন-পেঁয়াজ বের করে রাখুন।
- ছট পূজা শেষ হওয়ার আগে কাউকে মিথ্যা প্রসাদ দিতে দেবেন না।
- কার্তিক শুক্লার সপ্তমী তিথিতে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলেই উপবাস ভঙ্গ হয়। অতএব, এর আগে কিছু খাওয়া বা পান করা উচিত নয়।