বীজাপুর,ছত্তিসগঢ়: ঠিক যেন গত বছরের আতঙ্ক ফিরে এসেছে ৷ দেশজুড়ে এখন চলছে করোনার তাণ্ডব ৷ এর মধ্যেও মাস্ক পরা থেকে শুরু করে ভ্যাকসিন দেওয়া, কোনও কিছু নিয়েই সচেতন হচ্ছেন না বহু মানুষ ৷ এখনও রাস্তায় বিনা মাস্কে যেমন অনেককেই ঘুরতে দেখা যাচ্ছে ৷ তেমনি ভ্যাকসিন দেব কি দেব না, এই নিয়েও সিদ্ধান্ত নিতে পারছেন না অনেক মানুষই ৷ ভ্যাকসিন নিলেও বিপদ ৷ এমন গুজবও ছড়াচ্ছে দেশের বহু জায়গাতেই ৷ এই অবস্থায় যাতে বেশি সংখ্যায় মানুষ করোনার ভ্যাকসিন নেন, তার জন্য বিভিন্ন উপায়ও খুঁজছে সরকার, স্থানীয় প্রশাসন ৷ ছত্তিসগঢ়ের বীজাপুরে মঙ্গলবার দেখা গেল বিভিন্ন জায়গায় যারা ভ্যাকসিন নিচ্ছেন, তাদেরকে টম্যাটো বিলি করা হচ্ছে ৷ অর্থাৎ ভ্যাকসিন নাও, সঙ্গে উপহারও ৷ জনতাকে আরও বেশি সংখ্যায় ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ জোগাতেই এমন পদক্ষেপ নিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন ৷ কারণ স্থানীয় বাসিন্দারা অনেকেই এখনও ভ্যাকসিনে বিশ্বাসী নন ৷ নেই করোনা নিয়ে সেরকম সচেতনতাও ৷ বেদরগুড়া টীকাকরণ শিবিরে ৪৫ বছরের ঊর্ধ্বের মানুষদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ৷ সেখানে দেখা যায় ভ্যাকসিন নিলে জনতাকে দেওয়া হচ্ছে ২ কেজির টম্যাটোও ৷ এই প্রক্রিয়া আগামী দিনেও জারি থাকবে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে ৷



দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ কোভিডে নজিরবিহীন ভয়াবহতার চিত্র দেখছে দেশ। রবিবারই আড়াই লাখ পার করেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সংখ্যাটা ছিল তার থেকেও বেশি ৷ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷