নয়াদিল্লি: দীর্ঘ চার ঘণ্টা ধরে ভরাডুবির ময়নাতদন্ত। অণুবীক্ষণযন্ত্র নিয়ে চলল ময়নাতদন্ত। তার পরেও নেতৃত্ববদল নিয়ে সিদ্ধান্তে আসতে পারলেন না কংগ্রেস নেতৃত্ব (Congress Crisis)। বরং অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গাঁধীর (Sonia Gandhi) উপরই আপাতত আস্থা রাখছেন তাঁরা। দলের সমর্থক এবং কর্মীদের মধ্যে যখন নেতৃত্ববদলের দাবি জোরাল হচ্ছে, সেই সময় সনিয়ার নেতৃত্বে সর্বসম্মতি মিলেছে বলে খবর।


পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Five State Assembly Elections Result 2022) কার্যত মুছে গিয়েছে কংগ্রেস। যে পাঞ্জাবে এত দিন ক্ষমতায় ছিল তারা, সেখানে কোনও রকমে আসন সংখ্যা দুই অঙ্কে ধরে রাখতে পেরেছে।  দলের প্রবীণ ব্রিগেডকে সরিয়ে রেখে, রাহুল গাঁধী (Rahul Gandhi) এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরা (Priyanka Gandhi Vadra) মাঠে নেমেও ভরাডুবি রুখতে পারেননি। তাতেই নেতৃত্ববদলের দাবি উঠছিল।


সেই পরিস্থিতিতে রবিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) বৈঠক বসে।  এ দিনের বৈঠকে সনিয়া ইস্তফা দিতে পারেন এবং ফের কংগ্রেস সভাপতি হিসেবে রাহুলের প্রত্যাবর্তন ঘটতে পারে শুরুতে শোনা যায়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতও তেমনই ইঙ্গিত করেন।


আরও পড়ুন: Congress: পাঁচ রাজ্যের ভোটে ধরাশায়ী কংগ্রেস, ইস্তফা দেবেন রাহুল, প্রিয়ঙ্কা?


কিন্তু বৈঠক শেষে বাইরে বেরিয়ে মল্লিকার্ডুন খড়্গে বলেন, “অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গাঁধীই আমাদের নেতৃত্ব দেবেন। ওঁর নেতৃত্বের উপর আমাদের সকলেরই আস্থা রয়েছে।” কংগ্রেস সূত্রে খবর, এ দিন বৈঠকে নিজের বক্তৃতায় সনিয়া বলেন, “দল মনে করলে আমি, রাহুল এবং প্রিয়ঙ্কা ইস্তফা দিতে প্রস্তুত। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে তা খারিজ করেছে।”


এ দিনের বৈঠকে সনিয়া নিজে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল, সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা, কেসি বেণুগোপাল, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরী এবং পি চিদম্বরমও। সেখানে সনিয়া বলেন, “দল চাইলে তাঁরা সকলেই ”